Howrah News: বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের
Howrah Wedding Crime: হাওড়ায় কোনা হাইওয়েতে বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, , প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের, গ্রেফতার ২।
![Howrah News: বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের Howrah News two arrested due to allegation of road blockade and attacked Howrah News: বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/88a21e1d94a283004219dd2fc32c965f1677171055941484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, হাওড়া: লিলুয়া থানার (Liluah Police Station) অন্তর্গত কোনা হাইওয়েতে একটি বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ। রাস্তা বন্ধের জেরে চরম ভোগান্তি গাড়ি চালকদের। এমনকি আটকা পড়ে যায় অ্যাম্বুলেন্স। প্রতিবাদে উল্টে বিয়ে বাড়ির রোষের মুখে স্থানীয়রা। প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারের সামনাসামনি হতে হয় স্থানীয়দের।
বিয়েবাড়ির বিরুদ্ধে যাওয়ার মাশুল
পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ওই বিয়ে বাড়িতে বরযাত্রী ঢোকার সময় ওখানকার লোকজন রাস্তা বন্ধ করে চটুল হিন্দি গানের সাথে নাচতে থাকেন। এর ফলে দীর্ঘক্ষণ বেনারস রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ির পাশাপাশি আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনার প্রতিবাদ করলে তাঁদের ওপর বিয়ে বাড়ির লোকজন চড়াও হয়ে বলে অভিযোগ।
প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের
দুজনকে বেধড়ক মারধর করা হয়। এক মহিলার মাথা ফেঁটে যায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। আহতদের কোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলার কথা রয়েছে।
উদ্দাম নাচ নিয়ে রাজ্যে একাধিক ঘটনা আগেও বহুবার
প্রসঙ্গত, উদ্দাম নাচ নিয়ে রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে আগেও। কোভিড পরিস্থিতিতে বিধিভঙ্গ করে উদ্দাম নাচের ঘটনা যেভাবে একবার সামনে এসেছিল। পাশাপাশি রাজনৈতিক দলের অনুষ্ঠানে উদ্দাম নাচ নিয়েও বিতর্কের ঝড় উঠেছে এর আগে। তবে সেই উদ্দাম নাচকে ঘিরে এত বড় ভয়াবহ রূপ নেওয়নি কোনও দিন। এবার বোধহয় মাত্রা ছাড়াল, কারও আনন্দ, নিরানন্দের কারণ হয়ে দাড়াল এবার।
আরও পড়ুন, ফের শ্যুটআউটের প্ল্যান ? বিপদ এড়াল মুর্শিদাবাদ, বড় সাফল্য পুলিশের
রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ
সম্প্রতি বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ার অপরাধে বিজেপির বুথ সহ সভাপতিকে মারধরের অভিযোগ। শুভেন্দুর সভায় যাওয়ার অপরাধে ঝিকড্ডা পঞ্চায়েতের গোরালা গ্রামের বুথ সহসভাপতি কিরণ বিত্তারকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য দিলীপ বিত্তারের বিরুদ্ধে। মিটিং এ যাওয়ার জন্য মারধর বলে অভিযোগ বুথ-সহ সভাপতির। আহত বিজেপির বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)