ভাস্কর ঘোষ, হাওড়া: বানের ভিডিও করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। বান আসার সময় ঘাটের একেবারে কাছে দাঁড়িয়ে ভিডিও করছিলেন এক যুবক। আর তারই মর্মান্তিক পরিণতি হল। বানের ধাক্কায় জলে তলিয়ে গেলেন ওই যুবক। স্থানীয় লোকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারেননি। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলুড়ের (Belur) জগন্নাথ ঘাটে।
বানের ধাক্কায় জলে তলিয়ে গেলেন যুবক-
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই যুবকের নাম শাহিদ আলি। তিনি স্থানীয় জয় বিবি লেন বা ভোট বাগানের বাসিন্দা। এদিন বেলুড়ের জগন্নাথ ঘাটে বান আসার সময় ঘাটের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বান আসার মুহূর্তে ওই যুবক ঘাটের একেবারে ধারে দাঁড়িয়ে বানের ভিডিও করছিলেন। কিন্তু এই বর্ষায় বানের তীব্রতা ছিল ব্যাপক। আচমকা বিশালাকার বান আছড়ে পড়ে। আর বানের ধাক্কায় টাল সামলাতে না পেরে জলে পড়ে যান ওই যুবক। স্থানীয় এক যুবক সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বানের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সঙ্গে সঙ্গে ওই যুবক জলে ভেসে যান এবং তলিয়ে যান। সূত্রের খবর, ওই যুবকের বয়স বছর কুড়ি। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন - BJP Nabanna Abhijan: জমায়েত সরেনি, সাঁতরাগাছি স্টেশনের বাইরে ব্যারিকেড খোলার প্রক্রিয়া শুরু পুলিশের
অন্যদিকে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, হাওড়ায় থাকবে মেঘলা আকাশ। এদিনও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৯ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৫টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৫টা ৪০ মিনিটে।