অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী বছর থেকে চালু হচ্ছে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তার মধ্যে একটি রুট জুড়ছে হাওড়ার সঙ্গে। 


দেশের দ্রুততম ট্রেন এবার ছুটবে হাওড়া স্টেশন থেকে । রেলের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী বছর থেকে হাওড়া-রাঁচি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস । এই রুটে ট্রেনের গতি থাকবে ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। রেল সূত্রে খবর, হাওড়ার দিকে দ্রুতগতির এই ট্রেনের জন্য ট্র্যাক তৈরির কাজ শেষ । কিন্তু রাঁচির দিকে কিছুটা কাজ বাকি আছে । সেই কাজ শেষ হলেই আগামী বছরে চালু হয়ে যাবে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস । 


স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছিল । তার মধ্যে একটি ট্রেন পাচ্ছে হাওড়া ।  রেল সূত্রে খবর, ৭৫টি ট্রেনের মধ্যে ৫৬টি ট্রেনের নতুন রেক তৈরি হয়ে গেছে।  বন্দে ভারত ট্রেন প্রথম চালু হয় ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় জঙ্গি হামলার দিন, দিল্লি বারাণসী রুটে । 
এছাড়া দিল্লি-জম্মু বন্দে ভারত এক্সপ্রেস এখন চলছে।  


এই ট্রেনের বৈশিষ্ট হল, এর আলাদা ইঞ্জিন নেই । তামিলনাড়ুর চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয় রেক ।  রেল সূত্রে খবর, অত্যাধুনিক এই রেকে যাত্রীদের আসন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। অন বোর্ড ওয়াইফাই সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে । সেই বন্দে ভারতই এবার পেতে চলেছে হাওড়া । 


আরও পড়ুন: Diwali 2021: বাজি নিষিদ্ধ করার আসল কারণ জানাল সুপ্রিম কোর্ট


আরও পড়ুন: Tarakeswar: চুরির অভিযোগে এক যুবক ও গৃহবধূকে হেনস্থা গ্রামবাসীদের


আরও পড়ুন: IND vs PAK:পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, নির্দেশ আদিত্যনাথের