সুনীত হালদার, উলুবেড়িয়া (হাওড়া) : কয়েকদিন ধরেই চলছে প্রচণ্ড বৃষ্টি। আর তার জেরে আচমকাই ধসে গেল খালপাড়ের  প্রায় ৩০০ ফুট রাস্তা।উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় বনস্পতি খালের পাশের অনেকটা রাস্তা ধসে গিয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন ওই এলাকার পাঁচ-ছ’টি গ্রামের বাসিন্দারা। প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। সেচ দফতর আপদকালীন পরিস্থিতিতে মেরামতির কাজ শুরু করেছে। পুজোর আগেই পাকাপাকিভাবে মেরামতি হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।


প্রায় ৩০০ ফুট রাস্তা ধসে যাওয়ায় আধ ভাঙা রাস্তা দিয়ে, সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করা গেলেও, গাড়ি চলাচল বন্ধ। তার জেরেই ক্ষুব্ধ এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার শুরু থেকেই ফাটল ধরছিল রাস্তায়। ভারী বৃষ্টিতে সোমবার রাতে আচমকাই ধসে যায় খালের দিকে রাস্তার প্রায় ৩০০ফুট অংশ। কমলচক, বাণীবন, জগদীশপুর, সত্যপীরতলা-সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন যে রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই কাঁটাবেড়িয়া থেকে উলুবেড়িয়া-আমতা রাজ্য সড়কে উঠতে গেলে যেতে হয় প্রায় ১ কিলোমিটার। কিন্তু পানপুর মোড়, বাণীবন হয়ে রাজ্য সড়কে উঠতে প্রায় ৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। সে কারণে রোগী নিয়ে যাওয়া থেকে, জরুরি কাজে ভরসা এই রাস্তায়। রাস্তা ভাঙায় বাসিন্দাদের ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। রাস্তা সারানোর ব্যাপারে প্রশাসনের প্রয়োজনীয় হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের।


প্রশাসন সূত্রে খবর, আগে বালির বস্তা দিয়ে অস্থায়ী ভাবে কাজ হয়েছিল। তবে এ বিষয়ে উলুবেড়িয়া ২ নম্বরের বিডিও জানান, সেচ দফতর কাজ শুরু করেছে। বর্ষায় খালের জল বেশি থাকায় পাইলিংয়ের কাজ এই মুহূর্তে করা যাচ্ছে না। তবে টেন্ডার ডাকা হয়েছে। পাকাপাকি ভাবে পুজোর আগেই কাজ হবে। গুরুত্বপূর্ণ এই রাস্তা দ্রুত সারানো হোক, চাইছেন গ্রামবাসী।


আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে উলুবেড়িয়ায় রাস্তায় ধস, ভেঙে পড়ল পাঁচটি দোকান


আরও পড়ুন-টানা বৃষ্টিতে বাংলা থেকে সিকিমগামী কালিম্পঙের ২৯ মাইলে ধস