সুনীত হালদার, হাওড়া: নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিলেন, এই অভিযোগে, গ্রেফতার করা হল হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষকে। অভিযোগ, নিজের হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিলেন তিনি এবং তাঁর শাগরেদরা।
মিটিংয়ৈর কথা বলে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া থেকে গভীর রাতে পিঠে খাওয়ার আব্দার। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নানা কৌশলে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল সন্দেশখালি। লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এলাকার মহিলারা। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রাজ্যজুড়ে চলছে শোরগোল! এই আবহেই গ্রেফতার হলেন হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষ।
অভিযোগটা ঠিক কী ?
পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়া সদর বিজেপি কিষান মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতেন। বৃহস্পতিবার গ্রেফতারের সময়ে ঘটনাস্থল থেকে ২ নাবালিকা ও ৪ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং ২ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শুক্রবার হাওড়া আদালতের পকসো এজলাসে তোলা হয়।
এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। ঘটনার প্রতিবাদে এক্সহ্যান্ডলে তৃণমূল কংগ্রেস লিখেছে,' হোটেলের আড়ালে দেহব্যবসা! তাও কিনা নাবালিকাদের দিয়ে! ছিঃ বিজেপি ছিঃ! আপনারাই না নারীশক্তির জয়গান করেন? ' মুখ খুলেছেন হাওড়ার তৃণমূল নেতা তথা খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী অরূপ রায়ও। তিনি বলেন, 'নাবালিকা মহিলাদারে নিয়ে এই ধরনের দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্করতম অপরাধ।' উত্তর দিতে দেরি করেননি হাওড়ার বিজেপি নেতা, ওমপ্রকাশ সিংহ। তিনি পাল্টা যুক্তি দেন, 'এতবড় যদি সেক্স র্যাকেট চলছে, নিশ্চিতভাবে সেখানকার ওসি, লোকাল এমপি, এমএলএ- তাঁরাও দায়ী আছেন এর জন্য ' ।
আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি
দেখুন আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৪ এই লিঙ্কে - https://events.abpverse.com/