Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ট্রেনযাত্রীর ব্যাগ তল্লাশি করতেই...
Howrah Station Money: এই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে না পারায়, নগদ-সহ গ্রেফতার ট্রেনযাত্রী।

হাওড়া: ফের শহরে টাকার পাহাড় ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে উদ্ধার ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা। ট্রেন যাত্রীর কাছে থেকে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার। এই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে না পারায়, নগদ-সহ গ্রেফতার ট্রেনযাত্রী। গুডস বিভাগে গিয়ে কয়েকটি ট্রলি অন্যত্র পাঠাতে চাইছিলেন ওই ট্রেনযাত্রী. সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের পর ট্রলি তল্লাশিতে মেলে সাড়ে ৩৭ লক্ষের বেশি টাকা। কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা, ট্রেনযাত্রীকে জেরা করছেন আয়কর দফতরের আধিকারিকরা। ওই ট্রেনযাত্রীর নাম টি কে যাদব, ধৃত যুবকের বাড়ি বালির রাজচন্দ্রপুরে।
কিছুদিন আগে বেঙ্গল STF এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গাড়ি থেকে উদ্ধার হল ৫ কোটি টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২জনকে। সোমবার তাঁদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১টি গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৫ কোটি টাকা।
বেঙ্গল STF-এর তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলে নারায়ণপুর থানার অন্তর্গত বারোমাথার মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। সাদা রঙের একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক ব্য়াগ। তাতে ছিল প্রায় ৫ কোটি টাকা। বেঙ্গল STF এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে গাড়ির চালক ও তাঁর সঙ্গী।
তার আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর অফিসে মিলল বিপুল অঙ্কের টাকার হদিশ।
ED সূত্রে খবর, তারাতলায় রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে এই অফিসে এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় দেড় কোটি। আরও বাড়তে পারে টাকার পরিমাণ, চলছে টাকা গোনার কাজ। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, তদন্ত করতে গিয়ে একাধিক সূত্র পাওয়া গেছিল আগেই। সেই সূত্র ধরেই গতকাল তারাতলার এই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় ED. সেই থেকে এখনও পর্যন্ত চলছে টাকা গোনার কাজ। সূত্রের খবর, এই বিপুল অঙ্কের টাকার হিসেব এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
কিছুদিন আগে পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১ কোটি ১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির। শুক্রবার একযোগে ৭ জায়গায় অভিযান চালায় ইডি । সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিংহ সহ ৩ ব্যবসায়ীর বাড়িতে হানা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও অভিযান চলে






















