সুনীত হালদার, হাওড়া: চোর সন্দেহে হাওড়ার (Howrah) গদাইপুর গ্রামে এক দুষ্কৃতীকে পিটিয়ে খুন করার অভিযোগ। মারধরের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পিটিয়ে খুন করার অভিযোগ: সন্দেহের বশে ফের গণধোলাই। চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ। ফের প্রকাশ্যে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা। ঘটনাস্থল হাওড়ার গদাইপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে ৩ দুষ্কৃতী মাফুজা বেগম নামে এক মহিলার বাড়িতে হানা দেয়। বাড়ির বাসিন্দাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। ২ জন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায়। তারপরই শুরু হয় হাত-পা বেঁধে গণপ্রহার।
বেধড়ক মারধরের ফলে ওই দুষ্কৃতী অসুস্থ হয়ে পড়ে। এদিন ভোরে আশঙ্কাজনক অবস্থায় উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রবিবার সকালে গ্রামে আসে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে, পিটিয়ে খুনের মামলা রুজু করা হয়েছে। মারধরের ঘটনায় গৃহকর্ত্রীর ছেলে সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বছর ৪২-এর মৃত দুষকৃতীর পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) দুর্ঘটনা। হাওড়া থেকে জয়নগর যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান। তাতে ৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। বস্তাভর্তি এই পিকআপ ভ্যানটি জয়নগর যাচ্ছিল। হঠাৎ করে সেতুর বাঁকে ভ্যানটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত তিন যাত্রীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো, থিম 'নারী শক্তি'