ভাস্কর ঘোষ, হাওড়া: পুলিশের হাত ছাড়িয়ে গঙ্গায় ঝাঁপ 'চোরের'। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশের হাত থেকে বাঁচতে গঙ্গায় ঝাঁপ। বাঁচতে থানা চত্বরেই পুলিশের হাত ছাড়িয়ে সোজা গিয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের! এ ছবি হাওড়ার বালির।


 



গঙ্গায় ঝাঁপ 'চোরের': চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে বালি থানার পুলিশ। দুপুরে তাঁকে থানার এক ঘর অন্য ঘরে নিয়ে যাওয়ার সময় হঠাৎই পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন চুরির অভিযোগে ধৃত যুবক। ধাওয়া করে ধরার চেষ্টাও করে পুলিশ। কিন্তু জলে নামবে কে? অসহায়ের মতো তা নিয়ে কিছুটা দোনোমোনোর মধ্যেই গঙ্গায় ঝাঁপ দিয়ে অভিযুক্তকে ধাওয়া করেন স্থানীয় একজন। তবে, ততক্ষণে চোর বাবাজি সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গেছে এবং জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যেতে থাকে। দীর্ঘক্ষণ সাঁতারের পর ক্লান্ত চোর তখন আকড়ে ধরে একটি নৌকা। ঠিক সেই সময় কয়েকজন মৎস্যজীবী তাকে ধরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের হাতে তুলে দেন। 


আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো