উজ্জ্বল মুখোপাধ্যায়, হাওড়া : ফের ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা (Coronavirus) !  চোখ রাঙাচ্ছে কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) ।  এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিত্‍সার জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছে উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতাল (uluberia sanjiban hospital)।  পরিস্থিতি মোকাবিলায় ICU-তে ১৫০টি বেড বাড়াচ্ছে তারা।   
 
উলুবেড়িয়া  সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র জানালেন, ' আমরা তৈরি। ১৫০ ICU বেড প্রস্তুত করছি।  কোনও রোগী যাতে ফিরে না যান, তার জন্য যতটা সম্ভব পরিষেবা দিতে আমরা প্রস্তুত। ' 

আরও পড়ুন :


প্রথম, দ্বিতীয়র থেকে, করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ, কী কী


অত্যন্ত দ্রুত যাতে RT-PCR রিপোর্ট পাওয়া যায়, তার ব্যবস্থাও করেছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। প্যাথলজিক্যাল বিভাগের প্রধান রাজশ্রী মুখোপাধ্যায়ের দাবি, ' আমাদের এখানে রোগী এলে ১ ঘণ্টার মধ্যে আরটি- পিসিআর রিপোর্ট তৈরি করতে ফেলতে পারি। ফলে অনেক দ্রুত চিকিত্‍সা শুরু করা যায়। ' 


রাজ্যজুড়ে প্রায় প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা।  এই পরিস্থিতিতে যাতে রোগীর সংস্পর্শে না গিয়ে, ভার্চুয়াল মাধ্যমেও চিকিত্‍সকরা প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও চালু হচ্ছে। অনেক ক্ষেত্রে কোভিড রোগী সেরে ওঠার পর, তাঁর শরীরে অন্যান্য উপসর্গ দেখা দেয়। তাই এবার থেকে কোভিড রোগীকে ছুটি দেওয়ার আগে অন্যান্য পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। 


রাজ্যে করোনায় একদিনে প্রায় ৩ হাজার সংক্রমণ বৃদ্ধি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ৬ হাজার ৭৮। আক্রান্তের পাশাপাশি এদিন দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে আজ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনায় প্রায় ১ হাজার চারশো জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার মতো জেলাতেও ক্রমশ বাড়ছে সংক্রমণ।