সিউড়ি: বীরভূমে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার পাল্টা এ বার বীরভূমে জবাবি সভা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেখানে দাঁড়িয়ে শুধু রাজ্য থেকে নয়, দিল্লি থেকে বিজেপি-কে শূন্য করে দেওয়ার ডাক দিলেন তিনি। সরাসরি এ দিন শাহকে নিশানা করেন ফিরহাদ। যদিও তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বিজেপি এবং শাহকে তীব্র আক্রমণ ফিরহাদের

দু'দিন আগেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি-র হয়ে সভা করেন শাহ। সেখানে দুর্নীতি ইস্যুতে তৃণমূল, সর্বোপরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। রবিবার সিউড়িতে তারই পাল্টা সভা করেন ফিরহাদ। সেখানে ইরিগেশন মাঠে তার জন্য জমজমাট আয়োজন হয়েছিল। আর সেখানে দাঁড়িয়েই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তিনি। 

সম্প্রতি অনুব্রত গড়ে দাঁড়িয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন শাহ। বাংলা থেকে বিজেপি-র পক্ষে ভোট পড়লে তবেই পাকিস্তানকে জবাব দেওয়া যাবে বলে মন্তব্য করেন। এ দিন তা নিয়ে ফিরহাদকে বলতে শোনা যায়, "আগেও বলেছিলেন ২০০ আসন পাবে। এ বার বলছেন, ৩৫। ফিনিশ হয়ে যাবে বিজেপি। তোমাদের বিদায় বেলা এসে গিয়েছে।"

আরও পড়ুন: Firhad Hakim: 'টালির ঘরে থাকেন মমতা, বেতন তোলেন না', মমতাকে সামনে রেখেই শাহি আক্রমণের মোকাবিলা

গত বিধানসভা নির্বাচনে বাংলায় তিন থেকে ৭৭-এ উঠে এসেছে বিজেপি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তাদের জন্য দিল্লিতে ক্ষমতা ধরে রাখাই দুষ্কর হবে বলে দাবি ফিরহাদের। তাঁর বক্তব্য, "দিল্লিতে শূন্য হয়ে যাবে। কমে যাবে ওড়িশা, উত্তরপ্রদেশে। হাতছাড়া হবে কর্নাটক। মহারাষ্ট্র, গোয়াতে তো পিছনের দরজা দিয়ে ঢুকেছে!"

বাংলাতেও বিজেপি-র অন্য ষড়যন্ত্র ছিল বলে এ দিন দাবি করেন ফিরহাদ। তাঁর দাবি, বাংলাতেও পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল বিজেপি। ভেবেছিল কোনও রকমে ১০০-১৫০ আসন হয়ে গেলেই ম্যানেজ করে নেবে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছেন বলে এ দিন মন্তব্য করেন ফিরহাদ।

পাল্টা ফিরহাদকে কটাক্ষ বিজেপি-র সজলের

এ নিয়ে যদিও ফিরহাদকে তীব্র কটাক্ষ করেন বিজেপি-র সজল ঘোষ। শাহের জবাবি সভায় কেন ফিরহাদকে পাঠানো হল, প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, ৩ থেকে একেবারে ৭৭-এ উঠে এসেছে বিজেপি। দেশের আর কোনও দলের এমন নজির নেই।