কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া থেকে BJP-কে হুঁশিয়ারি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, শুধুমাত্র নির্বাচনের সময় বড় বড় বুলি আওাড়াতে, টাকা ছড়াতে আসে BJP. নির্বাচন মিটলে আর দেখা মেলে না। তৃণমূল কিন্তু ৩৬৫ দিনই বাংলায় থেকে কাজ করে। বিধানসভা নির্বাচনের রেশ টেনে এদিন ফের 'খেলা হবে' শব্দবন্ধও শোনা যায় মমতার মুখে। (Mamata Banerjee)


মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে সভা করেন মমতা। সেখানেই BJP-কে একহাত নেন তিনি। মমতা বলেন, "বাংলার একটা সংস্কৃতি রয়েছে। রবীন্দ্রনাথ বলুন বা নজরুল, নেতাজি বলুন বা জীবনানন্দ, সবাইকে নিয়ে যেন চলি আমরা। আমরা সব ধর্মের মানুষকে ভালবাসি। ভোটের নামে ভাগাভাগি করি না। এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে।" (Mamata in Purulia)


BJP-কে নিশানা করে মমতা বলেন, "নির্বাচনের সময় এসে আবার ভাঁওতা দিয়ে যাবে। বলবে, উজ্জ্বলা দিয়ে যাচ্ছি, তার পর আর থাকে না। নির্বাচনের আগে এসে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা? বিজেপি-র কথা শুনবেন না। ওদের বন্ধু সিপিএম, বাংলায় কংগ্রেসও। বড় বড় কথা বলে শুধু। কাজ করে না। আমি কথা দিলে, কথা রাখি।"


আরও পড়ুন: Mamata Banerjee: ‘BJP, CPM বা কংগ্রেস করুন, আমার আপত্তি নেই’, হঠাৎ দলের নেতাদের এই বার্তা কেন মমতার?


পুরুলিয়া থেকে গতবার বিজেপি জিতলেও, সেখানে তারা কিছু করেনি বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, "গতবার এখান থেকে জিতেছিল বিজেপি। কিছু কাজ করেছে কি? নির্বাচনের আগে এসে ভয় দেখাবে, টাকা ছড়াবে, মিথ্যে আর নোংরা কথা বলবে। শুনবেন না। নির্বাচন হয়ে গেলেই পালিয়ে যাবে ওরা। আমরা কিন্তু ৩৬৫ দিন বাংলায় থাকব। তাই বলি, শীত-গ্রীষ্ম-বর্ষা, আমরাই আপনাদের ভরসা। মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। সবাই বলুন, আমরা লড়ব, জিতব, খেলব। খেলা হবে, খেলতে হবে।"


মমতা এদিন অভিযোগ করেন, এক দল লোক শুধু মিথ্যে কথা বলে বেড়ায়, কোনও কাজ করে না। তাঁদের কাজ আছে, তাই এ সবের সময় নেই। মমতা আরও বলেন, "আমি মিথ্যে বলা, ভাঁওতা দেওয়াকে ঘৃণা করি। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, স্মার্ট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম, করে দিয়েছি। কারও মুখ চেয়ে তাকিয়ে থাকতে হবে না আপনাদের। একটু সময় দিন, টাকা জোগাড় করে ধাপে ধাপে সব করে দেব। আপনাদেরও সংসার থেকে টাকা বাঁচিয়ে একটু একটু করে তুলে রাখতে হয়। আমিও মানুষকে নিয়ে সংসার চালাচ্ছি। কেন্দ্র সরকার কোনও টাকা দিচ্ছে না। মিথ্যে বলে শুধু দাঙ্গা লাগায়। আগুন নিজেরা লাগায়, তার পর জানতে চায় কে লাগাল?" বেছে বেছে বিজেপি-র পঞ্চায়েত এলাকাতেই দাঙ্গা, হাঙ্গামা বাধে বলেও এদিন দাবি করেন মমতা।