সন্দেশখালি,উত্তর ২৪ পরগনা: এদিন সকালে আজ সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের।এদিকে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় তাঁকে। এবং তারপর গ্রেফতার করা হয়  আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। এদিকে বেলা বাড়তেই, সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়তে হল কংগ্রেস প্রতিনিধি দলকেও। 


মূলত এদিন সকালে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হল নৌশাদ সিদ্দিকিকে। আজ সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের
নৌশাদকে সন্দেশখালি যেতে বাধা পুলিশের, গ্রেফতার করা হল আইএসএফ বিধায়ককে। আর এবার সৌম্য আইচের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। তবে ন্যাজাটে আটকে দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধি দলকে।


 বেড়মজুর এলাকায় শেখ সিরাজউদ্দিন ও তাঁর বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় জনরোষ গতকাল তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করেন মহিলারা। এরপরই ঝাউতলা আদিবাসী পাড়ায় তৃণমূল নেতার বাড়ির উঠোনে বসল পুলিশ পিকেট যদিও আতঙ্কে বাড়ি ছাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের পরিবার। পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছারিপাড়ায় ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছে বসানো হয়েছে ৩টি সিসি ক্য়ামেরা। এর মধ্যে একটি ক্যামেরা রয়েছে অজিতের বাড়ির দিকে তাক করে। দ্বিতীয়টি কলাগাছি নদীর দিকে, এবং ৩ নম্বর সিসি ক্যামেরাটি শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তার দিকে বসানো হয়েছে।


পাশাপাশি জানা গিয়েছে, সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর জমি দখলের সেঞ্চুরি পার। এ পর্যন্ত ১৩০ জনকে জমি ফেরত দিল প্রশাসন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় শয়ে শয়ে অভিযোগ জমা পড়ছে। প্রশাসন সূত্রে খবর, বেশিরভাগ অভিযোগই সত্যি। তাই অভিযোগ জমা নেওয়ার পাশাপাশি চলছে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও। প্রশাসন সূত্রে খবর, জমি জবরদখলে একদিকে শেখ শাহজাহান বাহিনী সেঞ্চুরি পার করেছে। আরেক দিকে নোনাজল ঢুকিয়ে চারশোরও বেশি জমি নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই সমস্ত জমিও ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।


আরও পড়ুন, 'উনি কোন জগতে থাকেন?..', সন্দেশখালিকাণ্ডে দিলীপের নিশানায় নুসরত, বললেন..


সন্দেশখালি ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা।মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশি বাধার মুখে পড়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম।এই প্রতিনিধি দলে ছিলেন, পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিংহ রেড্ডি সহ মোট ৬ জন।১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে, ভোজেরহাটেই তাঁদের আটকে দেয় পুলিশ।