কলকাতা : ভোট পরবর্তী হিংসা মামলায় (Post poll Violence Case) সাক্ষী বিশ্বজিৎ সরকারকে বাড়ি গিয়ে হুমকির অভিযোগ। শিয়ালদহ আদালতে (Sealdah court) আজ সাক্ষ্যগ্রহণ। অভিযোগ, শনিবার দলবল নিয়ে বাড়ি গিয়ে মামলা তুলতে নেওয়ার হুমকি দেওয়া হয় বিশ্বজিৎকে। পুলিশি নিরাপত্তা চেয়ে মামলা দায়ের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসে। নারকেলডাঙা থানাকে নোটিস দিতে নির্দেশ। 


বিধানসভা ভোটের ফলের দিন খুন


২০২১-এর ২ মে বিধানসভা ভোটের (Assembly Election) ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি।  


এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তোলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, চলতি মাসের শুরু শুনানির দিনে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। মামলার পরবর্তী শুনানি ও ওইদিনই সাক্ষ্য়গ্রহণ শুরু আজ। মৃত বিজেপি কর্মীর দাদাকে বাড়ি গিয়ে হুমকির অভিযোগও উঠেছে মাঝে।


এদিকে গত জানুয়ারি মাসের মাঝামাঝি মাঝে ভোট পরবর্তী হিংসার তদন্তে এসে কোচবিহারে পথ দুর্ঘটনায় (Road Accident) আহত হন ২ সিবিআই (CBI) আধিকারিক। ২ সিবিআই আধিকারিক ছাড়াও গাড়ির চালকও গুরুতর আহত হন। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। কোচবিহার থেকে মাথাভাঙার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে সিবিআই আধিকারিকদের গাড়ি। উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিবিআই গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরেই বাজেয়াপ্ত করা হয় ট্রাকটি, যদিও ফেরার হয়ে যায় চালক। 


২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 


আরও পড়ুন- 'আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্রকে আক্রমণ', সুর চড়়ালেন নিশীথ