মোহন প্রসাদ, কার্শিয়াং: জোড়া মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষণের (Heavy Rain) পাশাপাশি তীব্র হাওয়ার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কার্শিয়াঙে (Kurseong)। শুক্রবার তা আরও ভয়ানক আকার ধারণ করেছে। ছবি মতো সাজানো সুন্দর এই পাহাড়ি শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও আবার বাড়ির টিনের চাল এসে খুলে পড়েছে রাস্তার ওপরে। এর ফলে বিপদ বেড়েছে সাধারণ মানুষের।
আরও পড়ুন: Price Hike: বিধানসভার সামনে বিক্ষোভের মাঝে 'BJP বিধায়ককে ধাক্কা শাসক বিধায়কের গাড়ির...'
শুক্রবার দুপুরে কার্শিয়াঙের নয়া বাজারের জগদীশ মন্দির কাছে দেখা গেল একাধিক বাড়ির টিনের চাল প্রবল হাওয়ার জেরে বিপজ্জনক খুলে পড়ে রয়েছে রাস্তার ওপর। সাধারণ মানুষ ভেঙে পড়া সেই সব টিনের চাল পেরিয়েই যাতায়াত করছেন। কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে তার ছিঁড়ে রাস্তার ওপরে এসে পড়েছে। ফলে ওই সব এলাকায় প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। প্রকৃতির তাণ্ডবের জেরে অনেক জায়গাতে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকেই কার্শিয়াঙের আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়া হাওয়া বইছে সর্বত্র। তার মধ্যেই কাজের প্রয়োজনে বাধ্য হয়ে শহরের রাস্তায় বেরোতে দেখা গেছে কিছু মানুষকে। যদিও বেশিরভাগ লোকই বাড়িতে আশ্রয় নিয়ে প্রকৃতির তাণ্ডব থামার অপেক্ষা করছেন।
তবে শুধু কার্শিয়াং নয় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে পাহাড়ের বেশিরভাগ জায়গার পরিস্থিতিই খারাপ। কিছু কিছু জায়গায় ভূমিধসও নেমেছে। ফলে আতঙ্কে রয়েছেন মানুষ। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও প্রবল বৃষ্টি সেই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রবল বর্ষণের ফলে ওয়ানাডে ভূমিধসের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে আতঙ্ক বেড়েছে পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। তার মধ্যে বিভিন্ন জায়গায় ভূমিধস নামায় ভয় আরও বেড়েছে মানুষের মনে। তবে সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।