RG Kar Medical Student Death Case Live Updates: নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ
Independence Day 2024: জানুন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE
Background
১। মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে হাসপাতালে ভাঙচুর! জরুরি বিভাগে তাণ্ডব, ইটবৃষ্টি। উল্টে দেওয়া হল গাড়ি। (RG Kar Medical Student Death Case Live Updates)
২। কার নির্দেশে, কীসের উদ্দেশে আর জি কর মেডিক্যালে গুন্ডামি? কারা ভাঙল আন্দোলনকারীদের মঞ্চ? এতদিনের শান্তিপূর্ণ আন্দোলনকে বদনাম করতেই হামলা? উঠছে প্রশ্ন। (Kolkata News)
৩। আর জি কর মেডিক্যালে আক্রান্ত এবিপি আনন্দ। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস। (Independence Day 2024)
৪। হামলার সময় নিষ্ক্রিয়। প্রায় দেড়ঘণ্টা ধরে তাণ্ডবের পরে হুঁশ ফিরল পুলিশের।তারপরেও পুলিশের সঙ্গে বারমুডা, গেঞ্জি বাহিনীর সংঘর্ষ।
৫। হামলাকারীদের টার্গেট ছিল কি সেই সেমিনার রুম? চেষ্টা হয়েছিল প্রমাণ লোপাটের? সন্দেহ বাড়িয়ে তিনতলার তালা ভেঙে উপরে ওঠার চেষ্টা গুন্ডাবাহিনীর।
৬। সুরক্ষা চেয়ে রাজপথে মেয়েরা। আর জি করে গুন্ডাদের তাণ্ডবের সময় নিষ্ক্রিয় পুলিশ। দায় এড়িয়ে উল্টো মিডিয়াকেই কাঠগড়ায় তুললেন সিপি!
সিপির নিশানায় মিডিয়া!
৭। নেতাজিনগর থেকে যাদবপুর যাওয়ার সময় আন্দোলনকারীদের মিছিল ঘিরে তুলকালাম। রানিকুঠির মোড়ে বিক্ষোভ দেখানোর সময় সংঘর্ষ।
৮। আর জি কর কাণ্ডের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হাওড়া। মন্দিরতলায় তৃণমূলের মঞ্চের দখল নিল আন্দোলনকারীরা। শিবপুরেও সংঘর্ষ।
৯। কলকাতা থেকে ক্যানিং। বিচারের দাবিতে পথে নামলেন মেয়েরা। শাঁখ বাজিয়ে, পোস্টার নিয়ে তীব্র প্রতিবাদ।
১০। কলকাতার পাশে দিল্লি, মুম্বই, পুণে। আর জি করকাণ্ডে গর্জে উঠল গোটা দেশ। হাজার হাজার মানুষের দখলে রাজপথ।
১১। চিকিৎসককে ধর্ষণ, খুন। নারী সুরক্ষার দাবিতে রাতের কলকাতায় জনস্রোত। গড়িয়া, যাদবপুর থেকে সিঁথি-পথে নেমে বিচারের দাবিতে উঠল স্লোগান।
১২। বাংলাকে অসম্মান করলে ছেড়ে কথা নয়, আমরাও আছি। আর জি কর নিয়ে লাগাতার আন্দোলন, পাল্টা হুঁশিয়ারি মমতার। ১৭, ১৮ তারিখ পথে নামার ডাক।
১৩। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিরোধীরা। তাপসী মালিক, ধনঞ্জয়ের ফাঁসি থেকে সিঙ্গুরের উদাহরণ টেনে পাল্টা আক্রমণে মমতা। বিজেপির সঙ্গে চক্রান্তের অভিযোগ। নিশানা সিপিএমকেও।
১৪। নেত্রীর কাছে ভুল তথ্য যাওয়ার অভিযোগে এবার বিদ্রোহী শান্তনু। বললেন, "কাল পর্যন্ত যা বলার বলেছি আর কিছু বলব না। মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে এসেছি।"
১৫। আন্দোলন নিয়ে বাম-বিজেপিকে আক্রমণ করতে গিয়ে দলেই পদক্ষেপের দাবি তৃণমূলনেত্রীর। বললেন, "যারা বলেছিল, যারা চক্রান্তের মধ্যে ছিল, তাদের সরিয়ে দিয়েছি।"
১৬। এবার মাঝরাতে আন্দোলনের আঁতুড়ঘরেই হামলা! মেয়েদের মিছিল চলাকালীনই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব, প্রশ্নে তদন্তের ভবিষ্যৎ।
RG Kar Ransack: বিপর্যস্ত আর জি কর হাসপাতালের জরুরি পরিষেবা
বিপর্যস্ত আর জি কর হাসপাতালের জরুরি পরিষেবা
RG Kar Ransack: তাণ্ডবের পর সকাল থেকে উত্তাল আর জি কর মেডিক্যাল
তাণ্ডবের পর সকাল থেকে উত্তাল আর জি কর মেডিক্যাল। নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ।
RG Kar Ransack: নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ
তাণ্ডবের পর সকাল থেকে উত্তাল আর জি কর মেডিক্যাল। নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ।
RG Kar Ransack: দুর্বৃত্তদের হামলায় তছনছ হয়ে গেছে আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগ
দুর্বৃত্তদের হামলায় তছনছ হয়ে গেছে আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগ। যেখানে মুমূর্ষ রোগীকে পরিষেবা দেওয়া অসম্ভব। অন্যত্র পরিষেবা চালু করার চেষ্টা করছে আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষ।
Firhad Hakim: আর জি করে তাণ্ডবের ঘটনায় বিরোধীদের নিশানা ফিরহাদের
আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুললেন মেয়র ফিরহাদ হাকিম।