RG Kar Medical Student Death Case Live Updates: নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ
Independence Day 2024: জানুন প্রতি মুহূর্তের আপডেট।
বিপর্যস্ত আর জি কর হাসপাতালের জরুরি পরিষেবা
তাণ্ডবের পর সকাল থেকে উত্তাল আর জি কর মেডিক্যাল। নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ।
তাণ্ডবের পর সকাল থেকে উত্তাল আর জি কর মেডিক্যাল। নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে ঘিরে নার্সিং স্টাফদের বিক্ষোভ।
দুর্বৃত্তদের হামলায় তছনছ হয়ে গেছে আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগ। যেখানে মুমূর্ষ রোগীকে পরিষেবা দেওয়া অসম্ভব। অন্যত্র পরিষেবা চালু করার চেষ্টা করছে আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষ।
আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুললেন মেয়র ফিরহাদ হাকিম।
আর জি কর মেডিক্যালে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে সিবিআই গোয়েন্দারা। মৃতার পরিবারের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা।
এবার CBI-এর স্ক্যানারে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। CBI-এর স্ক্যানারে সঞ্জয়ের মোবাইল ফোনের কল রেকর্ড। 'ঘটনার আগে-পরে কোথায় ছিল সঞ্জয়? কাদের সঙ্গে, কতক্ষণ কথা বলেছিল? সঞ্জয় কি একাই ছিল? নাকি, আরও কেউ ছিল নেপথ্যে?' জানতে চাইছেন গোয়েন্দারা। গতকালের ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দারা, ফের ঘটনাস্থল পরিদর্শনের সম্ভাবনা। গতকালই সেমিনার হল ও সংলগ্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
গতকাল রাতে যেই সময় তাণ্ডব চালানো হয় আর জি কর মেডিক্যালে, তখন জরুরি বিভাগের উল্টোদিকেই ছিলেন রোগীদের পরিবারের সদস্যরা। প্রাণ ভয়ে পালিয়েছিলেন তাঁরাও। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসকে।
আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।
আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
RG করে হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারীদের ভাঙা ধর্নামঞ্চে রাজ্যপাল। 'বিচার চাই' স্লোগান উঠছে। কাল ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক SUCI-এর।
স্বাধীনতা দিবসের সকালে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বেলেঘাটায় ভাষা দিবসের শহিদ বেদি। গতকাল রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন হামলা চালিয়েছে বিজেপি ও সিপিএম, অভিযোগ তুলে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। গতরাতের আন্দোলনে ভয় পেয়ে তৃণমূল ইস্যু ঘোরানোর চেষ্টা করছে, পাল্টা দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের।
তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর জি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে শান্তনু?
আগেই অপসারণ করা হয়েছে শান্তনুকে, দাবি জয়প্রকাশ মজুমদারের। গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি', গতকাল মন্তব্য করেন তৃণমূল নেত্রী।
মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা। তারপর গতকালের দুষ্কৃতী-তাণ্ডব। আতঙ্কে হস্টেল ছাড়ছেন RG কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। বাড়ি থেকে চলে আসতে বলছে, নিজেরাও নিরাপত্তার অভাব বোধ করছি, দাবি মেডিক্যাল পড়ুয়াদের। অন্যদিকে, ১ অগাস্ট থেকে MBBS-এর প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। চলবে ২১ অগাস্ট পর্যন্ত। তাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রথম বর্ষের পড়ুয়ারা।
গত রাতে আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে নার্সিং স্টাফরা। নিরাপত্তা না পেলে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন তাঁরা। পুলিশের সামনেই চলল বিক্ষোভ। যোগ দিলেন জুনিয়র ডাক্তাররাও।
স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন।
গতকাল আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী সৌম্যশুভ্র রায়ের। ই-মেল মারফত দাখিল করা হল আবেদন।
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে মহিলাদের উপর হিংসার প্রসঙ্গ। 'মা-বোন-কন্যাদের প্রতি অত্যাচার হচ্ছে, এতে দেশবাসী ক্ষুব্ধ। রাজ্য সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অপরাধের দ্রুত বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই, তবে সমাজে বিশ্বাস ফিরবে', আর জি কর কাণ্ডের মধ্যেই বক্তব্য প্রধানমন্ত্রীর।
আজ মহাকাশ গবেষণায় স্টার্টআপ সংস্থাগুলিও যোগ দিচ্ছে। ভারতকে শক্তিশালী করতে মহাকাশ গবেষণার ক্ষেত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদান করবে সরকার: মোদি
আগামী পাঁচ বছরে মেডিক্যাল কলেজগুলিতে আরও ৭৫০০০ আসন। ডাক্তারি পড়তে আর বিদেশ যেতে হবে না। বিকশিত ভারতের অর্থ সুস্থ ভারত। সমৃদ্ধশালী ভারতের প্রথম প্রজন্মকে সুস্থ হতে হবে। তাই পুষ্টি অভিযানের সূচনা করা হয়েছে: মোদি।
লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণের আগে রাজঘাটে নরেন্দ্র মোদি। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদন করলেন।
পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, পশুপালন, প্রত্যেক ক্ষেত্রের আধুনিকীকরণ ঘটেছে দেশে। রেল, সড়ক, বিমানবন্দর, বন্দর, সবক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন ঘটেছে। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আরও এগোতে চাই আমরা: মোদি।
স্বাধীনতার এত বছর পরও যা হয়নি, গত ১০ বছরে তা সম্ভব হয়েছে। কর্মসংস্থানের অজস্র সুযোগ তৈরি হয়েছে দেশে। বিদেশে ভারতের সম্মান বেড়েছে। এটাই প্রকৃত অর্থে ভারতের স্বর্ণযুগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না: মোদি।
আমরা লোকাল ফর ভোকাল মন্ত্র তুলেছি। আমি খুশি যে দেশের অর্থনীতির অঙ্গ হয়ে উঠেছে এই মন্ত্র। প্রত্যেক জেলা নিজের উৎপাদনে গর্বিত। এক জেলা, এক পণ্যের পরিবেশ তৈরি হয়েছে দেশে: মোদি।
বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র ভাষণ নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিশ্রুতি, প্রচেষ্টা। আমাদের কাছে দেশ, দেশপ্রেম সবার আগে। আমরা রাজনীতি করি না। নাগরিকদের মতামত অনুযায়ীই সংশোধনের কাজে হাত দিয়েছি আমরা। নবীন-প্রবীণ, শহুরে-গ্রামীণ, কৃষক-দলিত, দেশের প্রত্যেক নাগরিকের জীবনের মানোন্নয়ন আমাদের লক্ষ্য: মোদি।
প্রাকৃতিক বিপর্যয় গত কয়েক বছরে উদ্বেগ বাড়িয়েছে আমাদের। বহু মানুষ পরিবার, সম্পত্তি হারিয়েছেন। দেশের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্য়েককে সমবেদনা জানাই। এই সঙ্কটের সময় গোটা দেশ আপনাদের পাশে আছে: মোদি।
ভারত থেকে ঔপনিবেশিক শক্তিকে উপড়ে ফেলে দিয়েছিলেন যে ৪০ কোটি মানুষ, তাঁদের রক্ত আমাদের শরীরের বইছে। আমরা গর্ববোধ করি। আজ দেশের জনসংখ্যা ১৪০ কোটি। আমরা একজোট হলে, সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০৪৭ সালের মধ্যেই বিকশিত ভারত গড়া সম্ভব হবে: মোদি।
আজ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ জানানোর দিন। দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশ তাঁদের কাছে ঋণী, লালকেল্লা থেকে বললেন মোদি।
আজ ৭৮তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় চলছে উদযাপন। ১১তম ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় সমারোহের আয়োজন। একে একে এসে পৌঁছচ্ছেন নেতা-মন্ত্রীরা। লালকেল্লায় পৌঁছলেন রাহুল গাঁধীও।
আর জি করে তাণ্ডব-গুন্ডামির ঘটনায় গ্রেফতার ৯। আহত ১৫জন পুলিশ কর্মী।
প্রেক্ষাপট
১। মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে হাসপাতালে ভাঙচুর! জরুরি বিভাগে তাণ্ডব, ইটবৃষ্টি। উল্টে দেওয়া হল গাড়ি। (RG Kar Medical Student Death Case Live Updates)
২। কার নির্দেশে, কীসের উদ্দেশে আর জি কর মেডিক্যালে গুন্ডামি? কারা ভাঙল আন্দোলনকারীদের মঞ্চ? এতদিনের শান্তিপূর্ণ আন্দোলনকে বদনাম করতেই হামলা? উঠছে প্রশ্ন। (Kolkata News)
৩। আর জি কর মেডিক্যালে আক্রান্ত এবিপি আনন্দ। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস। (Independence Day 2024)
৪। হামলার সময় নিষ্ক্রিয়। প্রায় দেড়ঘণ্টা ধরে তাণ্ডবের পরে হুঁশ ফিরল পুলিশের।তারপরেও পুলিশের সঙ্গে বারমুডা, গেঞ্জি বাহিনীর সংঘর্ষ।
৫। হামলাকারীদের টার্গেট ছিল কি সেই সেমিনার রুম? চেষ্টা হয়েছিল প্রমাণ লোপাটের? সন্দেহ বাড়িয়ে তিনতলার তালা ভেঙে উপরে ওঠার চেষ্টা গুন্ডাবাহিনীর।
৬। সুরক্ষা চেয়ে রাজপথে মেয়েরা। আর জি করে গুন্ডাদের তাণ্ডবের সময় নিষ্ক্রিয় পুলিশ। দায় এড়িয়ে উল্টো মিডিয়াকেই কাঠগড়ায় তুললেন সিপি!
সিপির নিশানায় মিডিয়া!
৭। নেতাজিনগর থেকে যাদবপুর যাওয়ার সময় আন্দোলনকারীদের মিছিল ঘিরে তুলকালাম। রানিকুঠির মোড়ে বিক্ষোভ দেখানোর সময় সংঘর্ষ।
৮। আর জি কর কাণ্ডের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হাওড়া। মন্দিরতলায় তৃণমূলের মঞ্চের দখল নিল আন্দোলনকারীরা। শিবপুরেও সংঘর্ষ।
৯। কলকাতা থেকে ক্যানিং। বিচারের দাবিতে পথে নামলেন মেয়েরা। শাঁখ বাজিয়ে, পোস্টার নিয়ে তীব্র প্রতিবাদ।
১০। কলকাতার পাশে দিল্লি, মুম্বই, পুণে। আর জি করকাণ্ডে গর্জে উঠল গোটা দেশ। হাজার হাজার মানুষের দখলে রাজপথ।
১১। চিকিৎসককে ধর্ষণ, খুন। নারী সুরক্ষার দাবিতে রাতের কলকাতায় জনস্রোত। গড়িয়া, যাদবপুর থেকে সিঁথি-পথে নেমে বিচারের দাবিতে উঠল স্লোগান।
১২। বাংলাকে অসম্মান করলে ছেড়ে কথা নয়, আমরাও আছি। আর জি কর নিয়ে লাগাতার আন্দোলন, পাল্টা হুঁশিয়ারি মমতার। ১৭, ১৮ তারিখ পথে নামার ডাক।
১৩। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিরোধীরা। তাপসী মালিক, ধনঞ্জয়ের ফাঁসি থেকে সিঙ্গুরের উদাহরণ টেনে পাল্টা আক্রমণে মমতা। বিজেপির সঙ্গে চক্রান্তের অভিযোগ। নিশানা সিপিএমকেও।
১৪। নেত্রীর কাছে ভুল তথ্য যাওয়ার অভিযোগে এবার বিদ্রোহী শান্তনু। বললেন, "কাল পর্যন্ত যা বলার বলেছি আর কিছু বলব না। মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করে এসেছি।"
১৫। আন্দোলন নিয়ে বাম-বিজেপিকে আক্রমণ করতে গিয়ে দলেই পদক্ষেপের দাবি তৃণমূলনেত্রীর। বললেন, "যারা বলেছিল, যারা চক্রান্তের মধ্যে ছিল, তাদের সরিয়ে দিয়েছি।"
১৬। এবার মাঝরাতে আন্দোলনের আঁতুড়ঘরেই হামলা! মেয়েদের মিছিল চলাকালীনই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব, প্রশ্নে তদন্তের ভবিষ্যৎ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -