কলকাতা: রাজ্যে চাকরি ক্ষেত্রে এবার বড় সুখবর। বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইনফোসিস (Infosys) বলেছে যে তারা শীঘ্রই কলকাতায় (Kolkata) আসতে চলেছে। ফলে এর ফলে রাজ্যে (West Bengal) কর্মসংস্থান (Job Recruitment) বাড়তে পারে বলেই মত। 


সংস্থার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে সুখবরটি জানানো হয়েছে। প্রসঙ্গত, বিগত ২-৩ বছর থেকেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এবার সরাসরি সে খবর নিশ্চিত করে বুধবার টুইটার বার্তায় সংস্থা লিখেছে, "আমরা কলকাতায় আসছি। খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাব। চাকরির সুযোগের দিকে নজর রাখুন।"                                 


 






ইনফোসিস রাজারহাটের মানি কাসাডোনায় প্রায় ৪০ হাজার বর্গফুটের অফিস নিয়েছে। যেখানে প্রাথমিকভাবে এটি প্রায় ৩০০-৪০০ লোককে চাকরি দিতে পারে।                                          


 ২০১৮ সালে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে একটি সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করার ঘোষণা করে সংস্থা। কিন্তু বর্তমানে যান গিয়েছে প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। সূত্রের খবর, দশ বছরের আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। তবে এবার শীঘ্রই কলকাতায় অফিস খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।


আরও পড়ুন, দ্বাদশ শ্রেণি পাশ করলেই সরকারি চাকরি! বেতন হতে পারে ৯০ হাজারের বেশি, কোথায়-কীভাবে পাবেন সুযোগ?


তবে কবে থেকে কলকাতায় সংস্থা খুলছেন তারা সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি সংস্থা তরফে। প্রসঙ্গত, ইনফোসিস দেশের অন্যতম পুরনো এবং প্রধান তথ্যপ্রযু্ক্তি সংস্থা। ভারত সরকারের আয়কর দফতরের নতুন ওয়েবসাইটও এই সংস্থার তৈরী তৈরি। সংস্থার কর্মী সংখ্যা প্রায় দুই লক্ষ।                                  


Education Loan Information:

Calculate Education Loan EMI