Jobs and Recruitment: দ্বাদশ শ্রেণি এবং স্নাতক পাশ করলেই রয়েছে সরকারি চাকরির সুযোগ। বেতন পেতে পারেন মাসে প্রায় ৯০ হাজার টাকা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক অ্যাক্টিভ হলেই আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন নোটিফিকেশন জারি করেছে। ২৮০০-র বেশি শূন্যপদে নিয়োগ হবে এই চাকরির মাধ্যমে।
কোথায় কীভাবে আবেদন জানাবেন
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চাকরির জন্য আবেদন কেবলমাত্র অনলাইনে জানানো যাবে। সেজন্য আগ্রহী প্রার্থীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। epfindia.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। অন্যত্র চাকরির আবেদন গ্রাহ্য করা হবে না।
কবে থেকে শুরু হবে আবেদন জমা দেওয়ার পদ্ধতি
এখনও এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আগামী ২৭ মার্চ থেকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শেষ তারিখ ২৬ এপ্রিল। অর্থাৎ একমাস সময় পাবেন আগ্রহীরা। মোট ২৮৫৯টি শূন্যপদের জন্য আবেদন জমা নেওয়া হবে। এর মধ্যে ২৬৪৭টি শূন্যপদ স্পেশ্যাল সিকিউরিটি অফিসারের জন্য। বাকি ১৮৫টি পদ স্টেনোগ্রাফারের জন্য।
কারা আবেদন করতে পারবেন
যে নোটিফিকেশন প্রকাশ্যে এসেছে সেখানে বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি অফিসার পদের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে স্টেনোগ্রাফার পদের জন্য স্বীকৃত প্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও স্পেশ্যাল সিকিউরিটি পদে চাকরি করার জন্য মিনিটে ইংরেজিতে ৩৫ শব্দ এবং হিন্দিতে ৩০ শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীদের প্রতি মিনিটে ৮০ শব্দের ডিক্টেশন নেওয়ার এবং টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ২৭ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়োগে বয়সীমায় রয়েছে ছাড়। টাইপিং টেস্ট এবং স্টেনো দক্ষতার ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। স্পেশ্যাল সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে মাসে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত হতে পারে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হতে পারে।
ডিসক্লেইমার: নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এই খবর চাকরির পরীক্ষার্থীদের সুবিধার জন্য। নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে দেখে তা অনুসরণ করতে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI