আশাবুল হোসেন, কলকাতা: প্রতি বছরের মতো এবারও দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2022) উদযাপন হল রাজ্য সরকারের উদ্যোগে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, মুর্শিদাবাদে ভাষা শহিদ বরকতের স্মৃতিতে সরকার তৈরি করবে সৌধ। 


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলাভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন ৫ তরতাজা তরুণ। ভাষা শহিদদের মধ্যে ছিলেন আবুল বরকতও। সেই বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে। সোমবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন, বাবলা গ্রামে বরকতের স্মৃতিতে রাজ্য সরকার সৌধ তৈরি করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মুর্শিদাবাদের বাবলা গ্রামে আমরা স্মৃতি সৌধ তৈরি করব। ইন্দ্রনীলকে বলছি, এটা দেখতে।’’ প্রতি বছরের মতো এদিনও দেশপ্রিয় পার্কে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করে রাজ্য সরকার।  মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ছাড়াও ছিলেন শিল্প সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্টরা।  অনুষ্ঠান মঞ্চ থেকে মাতৃভাষার চর্চা, অনুশীলনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।


তিনি বলেন, “আমি দেখেছি লক্ষ্য করে, আমরা নিজেরাই ছোটদের বাংলা ভাষাটা নিয়ে অনুপ্রাণিত করে না।  ছোটদের কোনও দোষ নেই। এটা আমাদের অভিভাবক – অভিভাবিকাদের বুঝতে হবে। যত ভাষা শিখবে, ততই ভাল। তবে তা কখনওই মাতৃভাষাকে অবহেলাকে করে নয়। ‘’ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন জয় গোস্বামী ও  শ্রীজাত।  অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো যেহেতু ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, তাই ইউনেস্কোকে অভিনন্দন জানাতে ১ সেপ্টেম্বর মিছিল হবে কলকাতায়।


শান্তিনিকেতনে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‍যাপন। রাস্তায় রঙিন আলপনা। সাজানো হয় বাংলাদেশ ভবন। তৈরি করা হয় শহিদ বেদি। এদিন শান্তিনিকেতনের পূর্বপল্লির ছাত্রাবাস থেকে পদযাত্রা শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে পড়ুয়াদের সঙ্গে পদযাত্রায় পা মেলান বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারাও। বাংলাদেশ ভবনে এসে শেষ হয় পদযাত্রা। সেখানে শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 


আরও পড়ুন: Howrah News Update: পানীয় জল পৌঁছতে মাটির তলায় বসবে পাইপ, উদ্বোধন মন্ত্রী অরূপ রায়ের