রঞ্জিত হালদার, সোমনাথ দাস, দক্ষিণ ২৪ পরগনা:  নওশাদকে নিশানা তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। মূলত ভাঙড় বাজারে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সেই ভাঙ্গড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও তৃণমূল নেতা আহওসান মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্ব। আর সেখানেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। 


এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন,' নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique ) জঙ্গি সংগঠনের নায়ক এবং বিজেপির দালাল ও একটা কাল সাপ', প্রকাশ্য মঞ্চ থেকে বললেন বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি ভাঙ্গরের একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক শওকত মোল্লা। 


প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হলেও, এর আগেও শাসকদলের তরফে নিশানায় এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে একের পর এক বোমা-গুলি-হিংসা-মৃত্যু দেখেছিল বাংলা। টানা কয়েকদিন ধরে অশান্ত থেকেছিল ভাঙড় । আর যে অশান্তির জন্য বিরোধীদের একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও নাম না করে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বিজেপি একটা অপদার্থ দল। ওদিকে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। এখন বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে'। তারপরই নাম না করে নৌশাদকে নিশানা করেছিলেন মমতা।


আরও পড়ুন, অভিষেকের বিরুদ্ধে তদন্তে পর্যবেক্ষণ আদালতের, কী প্রতিক্রিয়া সুকান্তর ?


সেসময় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'একজন বিধায়কের বড় বড় কথা। তৃণমূল সুপ্রিমো সুর চড়িয়ে বলেন, 'বাম, রাম, শ্যাম আর কিছু গুন্ডাদাম। এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। অভিযোগ তুলছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এক বিপুল সংখ্যায় নমিনেশন অন্য কোনও জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ দিতে পেরেছে কি না, দেখান। ভাঙড়ের ঘটনা তো কিছু গুণ্ডা করেছে। আমাদের দু'জন সহকর্মী ওখানে মারা গেছে। ভাঙড়ের ঘটনা তৃণমূল সরকার করেনি।'