কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই (CBI)। ১৫০ দিন হয়ে গিয়েছে, এখনও কেন তদন্ত শেষ হয়নি? সিবিআইকে প্রশ্ন করলেন বিচারক। ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আদালতে দাবি সিবিআই-এর আইনজীবীর।
ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই: নিয়োগ দুর্নীতি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃত সকল অভিযুক্তই এদিন জামিনের আবেদন করেন। এদিনের শুনানি পর্বে বিচারক সিবিআইকে প্রশ্ন করেন, ‘পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে জামিন না দেওয়ার আবেদন করছেন’ এমন আইন কি কোথাও আছে? উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, "যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেটাই চাইছি, উত্তরে বললেন সিবিআই-এর আইনজীবী।'' এরপর আদালত জানতে চায়, "কেন আপনারা আবার পার্থ চট্টোপাধ্যায়দের হেফাজত চাইছেন?'' পাল্টা সিবিআইয়ের অভিযোগ, "যাঁদের প্রশ্ন করা হচ্ছে, যাঁরা আসছেন, তাঁদের উপর প্রভাব খাটানো হচ্ছে।'' আলিপুর আদালতে শুনানি শেষ, রায়দান স্থগিত।
এদিনের শুনানিতে প্রশ্নের মুখে পড়ে সিবিআই। কেন দেড়শো দিন পরেও তদন্ত শেষ হয়নি সে সম্পর্কে জানতে চাওয়া হয়। CBI’এর আইনজীবী দাবি করেন, ধৃত কোনও অভিযুক্তই এখনও পর্যন্ত তদন্তে কোনওরকম সহযোগিতা করেননি। উল্টে তথ্যপ্রমাণ নষ্ট করেছেন। সমাজ চাইছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিচারক প্রশ্ন করেন, CBI বলছে, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তার জন্য জামিন দেওয়া যাবে না, এটা আইনে কোথায় বলা রয়েছে? উত্তরে CBI’এর আইনজীবী বলেন, যাঁদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিযুক্তরা তাঁদের ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে। এদিকে ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। জেলেই পার্থ (Partha Chatterjee), সুবীরেশ, কল্যাণময়রা। ১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে। জেলেই পার্থ, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক, প্রসন্ন, প্রদীপরা।
আরও পড়ুন: CPIM: "সিপিএম করলে খুন করা হবে", বাম সমর্থকের বাড়িতে পোস্টার নিয়ে বিতর্ক!