উত্তর দিনাজপুর: এবার রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস, ম্যানেজারের বাড়িতে চলছে আয়কর দফতরের তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তি ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগ। খবর আয়কর দফতর সূত্রে। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়াণীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি।
আয়কর দফতরের আধিকারিকরা বলছেন, তাদের কাছে খবর ছিল যে কৃষ্ণ কল্যাণীর আয় বহির্ভূত সম্পত্তি র.য়েছে। গত কয়েক বছর ধরে যে আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে আয়কর সূত্রের খবর। সকালেই কলকাতায় থেকে আয়কর দফতরের আধিকারিকরা রায়গঞ্জে পৌঁছে যান। এখনও পর্যন্ত ৩টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছেছেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বাইরে থেকে বাড়ির গেট সিল করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সব সদস্যের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। বিধায়কের ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাইরে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
কীসের খোঁজে তল্লাশি:
বিভিন্ন জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে বলে আয়কর দফতর সূত্রের খবর। পরিবারের কার কার নামে সম্পত্তি রয়েছে। কোনও ব্যবসা রয়েছে কিনা। সেটা কীসের ব্যবসা। সেই ব্যবসায় আর্থিক লেনদেন কী হয়েছে। সকাল আটটায় জেলায় ঢোকেন আয়কর দফতরের ৩০-৪০ জন আধিকারিক। প্রথমেই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে পৌঁছন যান। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর অফিসেও যায় একটি টিম। তারপরেই কৃষ্ণ কল্যাণীর তেলের মিলেও পৌঁছয় একটি টিম। শুরু হয়েছে তল্লাশি। সব জায়গাই কার্যত সিল করে দেওয়া হয়েছে। বাইরের কারও সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। কৃষ্ণ কল্যাণীর ২ জন ম্যানেজারের বাড়িও সিল করে দেওয়া হয়েছে
একুশের বিধানসভা ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। দলবদলের পর তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। ২০ হাজার ৭৪৮ ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। কয়েক মাসের মধ্য়েই দলবদল করেন কৃষ্ণ কল্যাণী। ২৭ অগস্ট, ২০২১- বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। ৪ জুলাই, ২০২২, মুকুল রায়ের জায়গায় বিধানসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আরও পড়ুুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?