রুমা পাল, সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: WBCUPA বনাম SFI সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হন ব্রাত্য, এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। এদিকে ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পরই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের অধ্য়াপক সংগঠনের নেতা।শিক্ষামন্ত্রীর পাশাপাশি আক্রান্ত হন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় জানান সেই কথা। এবং শিক্ষামন্ত্রীর উপর হামলায় দুঃখ্যপ্রকাশও করেন তিনি।
এদিন সোশাল মিডিয়ায় ওমপ্রকাশ মিশ্র পোস্ট করেন, 'এখন বাড়ি ফিরে এসেছি। আমার গাড়িতে হামলা করা হয়েছে। ক্যাম্পাস থেকে বেরোতে বাধা দেওয়া হয়েছে এবং আমি সামান্য আঘাত পেয়েছি।' চরম লজ্জাজনক ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বলে এদিন দাবি করেন তিনি। বলেন, এটা খুবই দুভার্গ্যজনক রাজ্যের খোদ শিক্ষামন্ত্রীর উপর হামলা চালানো হয়েছে।'
তবে বিক্ষোভ-বিশৃঙ্খলা এখানেই থেমে থাকেনি। ক্যাম্পাসে তৃণমূলপন্থী কর্মী সংগঠন শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ভাঙচুর চালানো হয়। এরপর জিনিসপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় অফিসের দরজার কাচ। সমস্ত জিনিস বাইরে পড়ে, চেয়ার, কম্পিউটার। অগ্নিসংযোগ করা হয়েছে। দরজা ভাঙা অবস্থায়। ভিতরে কাচ ভাঙা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রী বেরিয়ে যাওয়ার পর, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে আসেন বিক্ষোভকারীরা। যাদবপুর এইটবি-কে পতাকা হাতে রাস্তা অবরোধ করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্য ও পড়ুয়া বলেন, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে আইসিসি ইলেকশন নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল। এবং সেই মিটিংয়ে একটা ক্যাওস তৈরি হয়, ক্যাওসে তৃণমূলের কিছু লোকজন তাদের গাড়ি চালিয়ে দেয় আমাদের যাদবপুরের কিছু ছাত্র ছাত্রীদের ওপরে। তাঁরা সিরিয়াসলি ইনজিওরড। তাঁরা কেপিসিতে ভর্তি আছে। আমরা এই কারণে এখন অবস্থানে বসেছি।
কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়িতে এভাবে হামলা চালাল কারা? এঁরা কি এসএফআই? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমি সবাইকে বুঝতে পারিনি। সব মিলিয়ে-মিশিয়ে ছিল। এসএফআই কিন্তু আমার সঙ্গে আলাদা করে দেখা করেছে, এবং তাঁরা ডেপুটেশন দিয়েছে। তাঁরা, তাদের কেউ কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারব না।' দিনভর ধুন্ধুমারের পরও যাদবপুরে থামেনি উত্তেজনা। সন্ধের পর বিশ্ববিদ্যালয়ের সামনে নামানো হয় র্যাফ।
আরও পড়ুন, যাদবপুরে আক্রান্ত ব্রাত্য, দিনহাটায় সিপিএমের পার্টি অফিসে হামলা, ভাঙচুর..