রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: এবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। চিকিৎসকদের গাফিলতিতে শিশুর মৃত্যু বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের।
হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা। এতে উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ। পৌঁছন ধূপগুড়ির বিডিও এবং থানার আইসি।
জানা যায় বানারহাট ব্লকের অন্তর্গত নাথুয়ার বাসিন্দা রেশমা পারভিন গত শনিবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন এবং শনিবার রাত ১ টায় শিশু কন্যার জন্ম দেন।
এরপর গতকাল সকালে শিশুটিকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় এরপরই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, এমনই অভিযোগ পরিবারের। গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ শিশুকন্যাটির মৃত্যু হয়।
পরিবারের লোকের দাবি, চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু। তাঁদের অভিযোগ, ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চার অবস্থার অবনতি হতে দেখে কর্তব্যরত চিকিৎসককে বার বার ডাকা হয়। কিন্তু চিকিৎসক এবং নার্স তাঁরা কেউ আসেননি। যার জন্য শিশুটির মৃত্যু হয়। এমনই অভিযোগ করছেন শিশুটির পরিবার।
এই অভিযোগে এদিন হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন শিশুটির পরিবার। চিকিৎসকদের ঘিরে চলে বিক্ষোভ। সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
খবর পেয়েই ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি। চলে আসেন ধূপগুড়ির বিডিও। তাঁরা মৃত বিক্ষোভরত জনতাকে বোঝানোর চেষ্টা করেন।
এদিকে, জলপাইগুড়ির সদর হাসপাতালের শিশু বহির্বিভাগে উপচে পরছে অসুস্থ শিশুদের ভিড়ে। বহু শিশুরই সর্দি-কাশি রয়েছে। এই মুহূর্তে ১১৯ জন ভর্তি রয়েছে শিশুবিভাগে।
আরও পড়ুন:জেলায় জেলায় পরপর জ্বর ও শিশুমৃত্যুতে উদ্বেগ, মালদা মেডিক্যাল কলেজে ৩ শিশুর মৃত্যু
আরও পড়ুন:মালদায় বাড়ছে শিশুমৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে সঙ্কটজনক অবস্থায় একাধিক