রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বকেয়া ডিএ (DA)-র দাবিতে কর্মবিরতির মধ্যেই তৃণমূলের (TMC) শিক্ষক সেল (Teacher Cell) থেকে গণ পদত্যাগ (Mass Resignation)। জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তৃণমূলের শিক্ষা সেল থেকে পদত্যাগ ১৮ জন শিক্ষকের। বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতেই সিদ্ধান্ত, দাবি পদত্যাগী শিক্ষকদের।
বানারহাট চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে ২১ জন শিক্ষক রয়েছে এর মধ্যে ১৮ জনই গণপদত্যাগ করলেন। শিক্ষকদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে ডিএ এর দাবি করে এসেছে। এর আগেও তাঁরা ডেপুটেশন জমা দিয়েছিল। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই।
এদিন সকালে এসে তাঁরা প্রথমে দেড়-দু'ঘণ্টা কর্মবিরতি করে। সেখানে স্লোগান ওঠে এবং পদত্যাগ পত্র প্রধান শিক্ষককে দেন। তৃণমূলের শিক্ষা সেলের সভাপতিকেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে। তৃণমূল শিক্ষা সেলের কনভেনর অঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এখনও তিনি কোনও পদত্যাগপত্র পাননি। চিঠি পেলে তবে তিনি পরবর্তী অবস্থান সম্পর্কে বলতে পারবেন।
আরও পড়ুন, 'DA বাড়বে না', বিস্ফোরক মন্তব্য সরকারি কর্মচারীদের একাংশের
অন্যদিকে, দিনহাটা মহকুমা আদালত চত্ত্বরে চলা আদালত কর্মচারীদের কর্মবিরতি তুলে দিল তৃণমূল। ছিঁড়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পোস্টার-ফ্লেক্স।