রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দার্জিলিং মেল (Darjeeling Mail), তিস্তা-তোর্সা (Teesta-Torsa Express) বা মিতালি এক্সপ্রেসের (Mitali Exoress) স্টপেজের দাবিতে জলপাইগুড়ি সদর স্টেশনে বিক্ষোভ তৃণমূলের। স্টেশন ম্যানেজারের ঘরের দরজায় পড়ল পোস্টার। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরকে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপিকে নিশানা তৃণমূল যুব নেতার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।


দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে আন্দোলন । রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ । স্টেশন ম্যানেজারের ঘরের দরজায় পড়ল পোস্টার। পোস্টারে স্টেশনকে শ্মশান-কার্যালয় বলে উল্লেখ। বিক্ষোভের এই ছবি জলপাইগুড়ি টাউন স্টেশনের (Jalpaiguri Town ) ।  সোমবার এখানে বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা ।


আরও পড়ুন: Bankura : দলনেত্রীর নির্দেশমতো জনসংযোগে জোর, বাঁকুড়ায় পথে নামল তৃণমূল নেতৃত্ব


বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমানে দার্জিলিং মেল, তিস্তা-তোর্সা বা মিতালি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি আর জলপাইগুড়ি টাউন স্টেশনে থামে না। দার্জিলিং মেল (Darjeeling Mail) ও মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে ছাড়লেও, জলপাইগুড়ি টাউন স্টেশনে নেই কোনও স্টপেজ। অন্যদিকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়ায়, এই ট্রেনও এখন আর জলপাইগুড়ি সদর স্টেশনে আসে না। 


জলপাইগুড়ির (Jalpaiguri) তৃণমূল কংগ্রেসের (TMC) যুব জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের এখন তো ট্রেনই দাঁড়ায় না। এখানে স্টেশন ম্যানেজারের কী প্রয়োজন? জলপাইগুড়ি শহরটাকে মেরে দেওয়ার প্রবণতা। বিজেপির চরম দুঃখ আছে। তৃণমূল এই নিয়ে লাগাতার আন্দোলন করবে। 


জলপাইগুড়ি বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদের কথায়, তৃণমূল উশৃঙ্খল দল। তাদের থেকে শৃঙ্খলা আশা করা যায় না। মিতালি এক্সপ্রেস এই স্টেশনে দাঁড়ানোর কোনও পরিকাঠামো। দার্জিলিং মেল নিয়ে DRM-র সঙ্গে মিটিং হয়েছে। সৈকত একসময় কংগ্রেস করতেন। তখন সনিয়া ছিল মা। আর এখন মমতা হয়েছে মা। দূরপাল্লার ট্রেনে চড়তে এখন জলপাইগুড়ি শহরবাসীকে যেতে হয় NJP বা জলপাইগুড়ি রোড স্টেশন। এই সমস্যা কি মিটবে?