সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনে (Congress Councilor Murder) ভাইপোকে জিজ্ঞাসাবাদ। পুরুলিয়া (Purulia) মফস্বল থানায় নিয়ে এসে মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। গতকাল রাতে জেলা পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় মিঠুন কান্দুকে।


সোমবার নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ করে SIT। এদিন, মফস্বল থানার গেস্টহাউসে নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপোকে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু এপ্রসঙ্গে বলেন, “আমাকে এমনি কিছু প্রশ্ন করেছে। আইসি’র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেছি, সিটের তরফে বিষয়টি দেখা হচ্ছে বলে বলা হয়েছে।‘’


ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনের পর ৯ দিন পার হলেও, এখনও দুষ্কৃতীরা ধরা পড়েনি। এই অবস্থায়, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কংগ্রেস কাউন্সিলর খুনে দুষ্কৃতীরা এখনও গ্রেফতার না হওয়ায় বাড়ছে চাপানউতোর। এদিকে কংগ্রেস কাউন্সিলর খুনে ঝালদা থানার IC সঞ্জীব ঘোষে’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও,  এখনও, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায়, কর্তব্যে গাফিলতির অভিযোগে ঝালদা থানার ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হল।


নিহত কংগ্রেস কাউন্সিলরের (Congress Councilor Murder)  পরিবারের অভিযোগ ছিল, ঘটনার দিন কাছেই নাকা তল্লাশি (Naka Checking) করছিলেন কয়েকজন পুলিশ কর্মী।কংগ্রেস কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েও, তাঁরা ঘটনাস্থলে যাননি। ঘটনার ন’দিন পর, এবার ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। তবে, ঝালদা থানার IC’র বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা না নেওয়ায়, ফের একবার CBI তদন্তের দাবি তুলেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, “আমাদের এই তদন্তের উপর ভরসা নেই, এদের ক্লোজ করেছে ঠিক আছে, কিন্ত আইসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা CBI তদন্ত চাই।‘’


আরও পড়ুন: Howrah News: গঙ্গায় তলিয়ে গেল রাস্তা, প্লাবনের আশঙ্কা উলুবেড়িয়ায়