অমিতাভ রথ, ঝাড়গ্রাম:  লালগড়ে (lalgarh) ফের পড়ল মাওবাদী পোস্টার। পিএলজিএ এবং সিপিআই মাওবাদীর নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায় এলাকায়। সূত্রের খবর, লালগড় থানা থেকে মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার দূরে রাস্তার ওপর দেখতে পাওয়া যায় পোস্টারগুলো। থানার এত কাছে পোষ্টের পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদিও এই ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ।


আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকারের দাবিতে যুব সমাজকে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে সেই পোস্টার গুলোতে, এমনই জানা গিয়েছে। এছাড়াও বর্তমান শাসক দলের দুর্নীতি নিয়েও পোস্টারে লেখা হয়েছে। তাছাড়া শাসক দলের অনেক দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই পোস্টারের মাধ্যমে। এর আগেও এলাকায় সিপিআই মাওবাদীদের নামে পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এই প্রথমবার পিএলজিএর নামে পোস্টার পড়ল এলাকায়। যা নিয়ে রীতিমতো শঙ্কিত পুলিশ ও গোয়েন্দা বিভাগও।


এর আগে, বনধের ডাক দিয়ে মাওবাদীদের নামে পোস্টার দেখতে পাওয়া গিয়েছিল! আর তা উদ্ধার হয়েছিল পুরুলিয়ার (purulia) বাঘমুন্ডিতে (bagmundi)। পোস্টারে একাধিক ব্যক্তির মৃত্যুর বদলা চেয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, পোস্টারের নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্ত চলছে।


রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট মিটতেই মাওবাদীদের নামে পোস্টার পড়েছিল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টারে বনধের ডাক দেওয়া হয়েছিল সেবার। 


অযোধ‍্যা পাহাড়ের টুরগা ফলসের পুরনো গেস্ট হাউসের সামনে থেকে, মাওবাদীদের নাম করা একাধিক পোস্টার উদ্ধার করে পুলিশ। কোনও পোস্টারে লেখা হয়েছে, আমাদের ছেলেকে ভাতা বা চাকরির টোপ দিয়ে আর রাখা যাবে না। আবার কোনওটায় লেখা হয়েছে, আমরা পয়লা মার্চ বনধ ডাকলাম। 
প্রত্যেকটি পোস্টারের নীচে লেখা, সিপিআই মাওবাদী দলমা বাবা।  


আরো পড়ুন: সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ, হরিশ্চন্দ্রপুরে ভাইকে পিটিয়ে খুন