অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সম্প্রতি তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। হলদিয়ার একটি সভায় এই বার্তা দিয়েছিলেন অভিষেক। এর পরেই ওই কথা মেনে চলতে দলীয় পদ ছাড়লেন বেলপাহাড়ির সিমলার তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ দত্ত। কিন্তু কেন? ওই নেতার দাবি, ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন। সেই কারণে সংসার বেছে নিয়ে দলীয় পদ ছাড়লেন তিনি।


কী বলেছিলেন অভিষেক?
ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হয় ঠিকাদারি করো, না হলে তৃণমূল করো। দু’টো একসঙ্গে হবে না। যদি ঠিকাদারি করতে চাও, কোনও আপত্তি নেই। যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিন নেবে, ঠিকাদারির বোঝাটা বাড়িতে ফেলে রাখতে হবে।' হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে ঠিকাদারি নিয়ে এই ভাবেই দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যের পরেই দলীয় পদ ছাড়লেন ঝাড়গ্রামের বেলপাহাড়ির তৃণমূলের এক বুথ সভাপতি। 


সিমলার তৃণমূল কর্মী ও প্রাক্তন বুথ সভাপতি অভিজিৎ দত্ত এদিন বলেন, 'রুজি রোজগারের জন্য দলীয় পদ ছাড়লাম।' সিমলা অঞ্চলের ওই প্রাক্তন বুথ সভাপতির দাবি,  দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সৈনিক। পাশাপাশি, সংসার চালানোর জন্য ঠিকাদারিও করেন। ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন তাই, ঠিকাদারি ছাড়তে পারবেন না তিনি। তাই, শীর্ষ নেতার নির্দেশে দলীয় পদ ছাড়ছেন। এমনটাই বলেন তিনি। অভিজিৎ দত্ত বলেন, 'দল করব দল যেভাবে বলবে তাই করব। ঠিকাদারি থেকেই সংসার চলে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি।' এদিকে জেলা তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো ঠিকদারি আর দল একসঙ্গে করা যাবে না। 


বিজেপির খোঁচা:
এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। ঝাড়গ্রামের বিজেপি সভা সভাপতি দেবাশিস কুণ্ডুর দাবি, 'তৃণমূলের সবাই ঠিকাদারিতে যুক্ত। তাহলে তো সবাইকে দল ছাড়তে হয়।'


আরও পড়ুন: জেলা নেতৃত্বকে এড়িয়ে সভা! বহিষ্কার তৃণমূল নেতা