কলকাতা: ২০১৪ প্রাইমারি টেট (Primary TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Job Seekers Protest) উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রাইমারি শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) অফিসের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। 'উই শ্যাল ওভারকাম', স্লোগান দেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা।
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ: চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হল করুণাময়ী চত্বর। আন্দোলনকারীদের পর্ষদ দফতর অভিযানে ধু্ন্ধুমার। প্রতিবাদে কেউ শুয়ে পড়লেন ফুটপাতে কেউ আবার রাস্তা অবরোধ করে অবস্থান করলেন। ব্যারিকেড ভেঙে কেউ কেউ দৌড়লেন পর্ষদের অফিসের দিকে। চলল পুলিশের ধরপাকড়ও। বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ একাধিক আন্দোলনকারী। মাইকে কড়া বার্তা পুলিশের। কিন্তু তাতেও অনড় চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, বিক্ষোভকারীদের চার জনরে প্রতিনিধি দল, দেড় ঘণ্টা বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে। কিন্তু তাতে ফলপ্রসূ কিছু মেলেনি বলেই দাবি চাকরিপ্রার্থীদের।
এদিন, নিয়োগের দাবিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিশ। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর, হঠাত্ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে, ৩০০ মিটার দূরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে ছুটতে শুরু করে। হাজার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে, কাকে ছেড়ে কাকে ধরবে, দিশেহারা হয়ে পড়ে পুলিশ। এরইমধ্যে, পর্ষদের সামনে ফুটপাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো চাকরিপ্রার্থী। মোবাইল ফোনের টর্চ জ্বেলে শুরু হয় আন্দোলন। অপরদল, করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখাতে থাকে। দুর্নীতির ঢেউয়ে ভেসে গেছে তাঁদের হকের চাকরি। বয়স বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। বিক্ষোভরত এক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের হকের চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমি ৮ বছর ধরে বঞ্চিত।’’
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৪-র TET পাস। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। কিন্তু প্যানেলে নাম থাকা সত্ত্বেও হয়নি চাকরি। আন্দোলনকারীদের দাবি, ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত ২০ হাজার মেধাতালিকাভূক্তকে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও, চাকরি পান মাত্র সাড়ে ১২ হাজার প্রার্থী। এরইমধ্যে, চলতি বছরে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিন্তু আগে যাঁরা TET পাস করে বসে রয়েছেন, তাঁদের কী হবে? আর কতবার পরীক্ষা দিতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? এই অবস্থায় TET বয়কয়টের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: Mamata Banerjee: মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে মুখ্যমন্ত্রী