কলকাতা: নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। সপ্তাহের প্রথম দিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীরা। দণ্ডি কেটে অভিনব প্রতিবাদ মহিলাদের। নিয়োগের দাবিতে সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদেরও। কাউন্সেলিংয়ের নোটিস জারি না হলে আত্মহত্যার হুঁশিয়ারি।
ফের আন্দোলনে চাকরিপ্রার্থীরা: নিয়োগের দাবিতে গতকাল, সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন ২০১৬ সালের আাপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। মৌলালিতে বেশ কয়েকদফা অবস্থানের পরে ধর্মতলায় দণ্ডিকেটে অভিনব প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন এই আন্দোলনকারীরা। মেধাতালিকা প্রকাশের পরে প্রথম দফার কাউন্সিলিং হলেও নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের পাশপাশি নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের।
শুরু রাজনৈতিক তরজা: যদিও এই আন্দোলনের বিষয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সাফ জানিয়ে দিয়েছেন, “আন্দোলনের সঙ্গে চাকরির কোনও সম্পর্ক নেই। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে।’’ এই বিষয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, “প্রতিশ্রুতির ডেড লাইন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। রাস্তায় চাকরিপ্রার্থরা। খোল বাজাচ্ছেন মন্ত্রী।’’রাজ্য় সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের অনশন চলাকালীন সোমবার অসুস্থ হয়ে পড়েন আরও একজন। ৮ দিন ধরে অনশন করছিলেন তিনি।
চলতি মাসেই আন্দোলনে চাকরিপ্রার্থীরা: নিয়োগের দাবিতে চলতি মাসেই সল্টলেক ও ধর্মতলায় পৃথক বিক্ষোভ কর্মসূচি ছিল ২০২২-এর টেট উত্তীর্ণ ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ের দাবিতে পথে নেমেছিলেন ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। কিন্তু পথেই আটকায় পুলিশ। টেনে হিঁচড়ে সরিয়ে তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে। অন্যদিকে ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি ছিল আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের। শহিদ মিনার থেকে মিছিল করে ধর্মতলায় বসে পড়েন তাঁরা। পুলিশ ধর্মতলা থেকে তুলে দিতে চাইলে ওয়াই চ্যানেলের দিকে মিছিল করে যান চাকরিপ্রার্থীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Chaos:ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব, শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ রাজভবনের