UPSC Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) অর্থাৎ ইউপিএসসি- র (UPSC) মাধ্যমে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর- সহ একাধিক পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। upsc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৭৬টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মার্চ। জমা দেওয়া অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট করার শেষ দিন ১৫ মার্চ।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নেওয়া যাক
- অ্যাসিসট্যান্ট ডিরেক্টর- ৩৬
- স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি- ৩২
- অ্যাসিসট্যান্ট কস্ট অ্যাকাউন্টস অফিসার- ৭
- অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- ১
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদ আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি আবেদনকারীদের ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় নগদে এই টাকা জমা দেওয়া যাবে। এছাড়াও যেকোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। এর পাশাপাশি Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI পেমেন্টের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
ইউপিএসসি- র মাধ্যমে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর- সহ একাধিক পদে যে নিয়োগ হতে চলেছে সেখানে যাঁরা আবেদন করবেন তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে থাকবে ইন্টারভিউ পর্ব।
ভারতীয় নৌসেনাবাহিনীতে হতে চলেছে নিয়োগ
ভারতীয় নৌসেনায় নিয়োগ শুরু হতে চলেছে। শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। মোট ২৫৪টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ভারতীয় নৌসেনার এই চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের অবশ্যই B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে যেকোনও স্ট্রিমে, আর ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- আরপিএফে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI