পূর্ণেন্দু সিংহ এবং সন্দীপ সমাদ্দার, বাঁকুড়া এবং পুরুলিয়া: মাওবাদী (Maoist) আতঙ্কে জঙ্গলমহলে (Jungle Mahal) জারি হয়েছে হাই অ্যালার্ট। পরিস্থিতি পর্যালোচনায় আজ বাঁকুড়া (Bankura) ও পুরুলিয়ায় (Purulia) পুলিশ (Police) কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ডিজিপি (DGP) মনোজ মালব্য। সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজিপি।
কী পরিস্থিতি
জঙ্গলমহলে মাওবাদী নাশকতার আশঙ্কা। জারি হয়েছে হাই অ্যালার্ট। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ১৫ দিন। চলছে নাকা তল্লাশি। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। শনিবার মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ লাইনসে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। রবিবার বৈঠক করেন বাঁকুড়া ও পুরুলিয়ায়।
আরও পড়ুন, দেশে টেলি মেডিসিনে ‘দ্বিতীয়’ বাংলা, নতুন নজির স্বাস্থ্য দফতরের
কোথায় কোথায় সতর্কতা?
পুলিশ সূত্রে খবর, এদিনের বৈঠকে বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রাইপুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে ছিলেন পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিংহ ও বাঁকুড়া রেঞ্জের ডিআইজি সুনীলকুমার চৌধুরী। বাঁকুড়ার পর পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনসে নিরাপত্তা বৈঠক করেন মনোজ মালব্য।