কলকাতা: ৬ দিন পার, অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike)। আজ থেকে অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা ও আলোলিকা ভৌমিক। পরিচয় শিশু মঙ্গল হাসপাতালের ইএনটি পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র, আলোলিকা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।


অনশনে সামিল আরও ২: জুনিয়র ডাক্তারদের মহাষ্টমীর মহাসমাবেশে বাঁধ ভাঙল জনসমাগম। মোবাইলের ফ্ল্য়াশলাইট জ্বেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন অগণিত মানুষ। অষ্টমীর রাতে কাতারে কাতারে মানুষের ঢল নামল ধর্মতলায় অনশন মঞ্চের দিকে। আর সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মহাসমাবেশের পর এবার রবিবার বাড়িতে বাড়িতে একবেলা অরন্ধনের ডাক দেওয়া হল। এরইমধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি মতো স্টেটাস রিপোর্ট ইমেল করে অনশন প্রত্যাহারের আবেদন জানান মুখ্যসচিব। যদিও তা সন্তুষ্ট করতে পারেনি আন্দোলনকারীদের। এই আবহে এবার আরও দুই চিকিৎসক যোগ দিলেন আন্দোলনে। সব মিলিয়ে এখন ধর্মতলায় অনশনে ৮ জন।    


মা দুর্গার আরাধনায় যখন মেতে উঠেছে বাঙালি, তখন ধর্মতলার বুকে লাগাতার অনশন চালিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতেই তাঁকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তাঁর। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু এখন কেমন রয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্য়তম মুখ? দুপুর পর্যন্ত হাসপাতালের তরফ থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অনিকেত মাহাতো। তাঁর শারীরিক অবস্থার সামান্য় উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেন। গায়ে জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে তাঁর শরীরে যে কিটোন বডি পাওয়া গিয়েছে তা বেশ চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁর শরীরে কিটোন বডির মাত্রা ছিল ৪। শুক্রবার তা নেমেছে সাড়ে তিনে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে সংকটজনক হলেও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সেরে উঠতে সময় লাগবে তাঁর। হাসপাতালের সূত্রে খবর, আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হবে অনিকেতকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Malda Doctor Threat: দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু, এবার চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ