রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: স্কুলচত্বরে হঠাৎ হাজির বিচারপতি (Justice Biswajit Basu Surprise Visit)! চমকে উঠলেন? রসিকতা নয়, একেবারে সত্যি ঘটনা। শুক্রবার সকালে জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে সশরীর হাজির হন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার পর...
কী ঘটল?
জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ৪৫। তার মধ্যে এদিন ১২ জন অনুপস্থিত ছিলেন। এদিন স্কুলে 'সারপ্রাইজ ভিজিট' দিয়ে সে কথা জানতে পারায় রিপোর্ট তলব করেন বিচারপতি বসু। সঙ্গে জানান, স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। তবে শুধু ফণীন্দ্র দেব বিদ্যালয় নয়। আগামী ৭ দিন অন্যান্য স্কুলেও জলপাইগুড়ির এমন 'সারপ্রাইজ ভিজিট' চলবে বলে জানান তিনি। জেলা স্কুল পরিদর্শক পরে বালিকা গোলে পরে বলেন, 'উনি চাক্ষুষ করতে চেয়েছিলেন। এখানে ক্লাসরুমগুলো ভীষণ ছোট। পরিকাঠামোগত উন্নয়ন দরকার। সেটিই উনি বলেছেন। আমরা এই নির্দেশ মতো কাজ করব।' আর যে রিপোর্ট তিনি চেয়েছেন, তা হাইকোর্টে নয়, বিচারপতি বসুকেই জমা দিতে হবে, জানান জেলা স্কুল পরিদর্শক।
সারপ্রাইজ ভিজিট...
'সারপ্রাইজ ভিজিট'-র ধারা অবশ্য আগেও দেখা গিয়েছে এই রাজ্যে। গত বছর এপ্রিল মাসেই যেম দিল্লি থেকে ফিরে রাজভবনের সামনে থেকে হঠাৎ ইউ টার্ন নিয়ে সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। সকালের পর বিকেলে ফের যান বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন। দার্জিলিঙে রাজভবনে আমন্ত্রণ জানান পড়ুয়াদেরও।অধ্যক্ষদের নিজের লেখা বইও উপহার দেন। বিশ্ববিদ্যালয়ে নজরদারি সংক্রান্ত নির্দেশ-বিতর্কের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি।
সকাল ১১.০৫ নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজভবনে রওনা দেন রাজ্যপাল। কিন্তু এরপরও অপেক্ষা করছিল চমক। বিকেল ৩টে নাগাদ রাজভবন থেকে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান সিভি আনন্দ বোস। উপাচার্য ছাড়াও সেখানে ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় রাজ্যপালের। বিকেল ৪.৫০ নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যান রাজ্যপাল অধ্যক্ষদের নিজের লেখা বই 'সাইলেন্ট সাউন্ডস গুড' উপহার দেন আচার্য। আচার্যের সারপ্রাইজ ভিজিট নিয়ে তরজায় জড়ায় তৃণমূল-বিজেপি। নজরদারি সংক্রান্ত নির্দেশ-বিতর্কের মধ্যেই এই 'সারপ্রাইজ ভিজিট' দিয়েছিলেন তিনি। বুঝিয়ে দিয়েছিলেন, তিনি শুধু রাজভবনে থেকেই নিজের কাজকর্ম পরিচালনা করবেন না।
তবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এহেন 'ভিজিট' চমকে দিয়েছে অনেককেই.
আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি