কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Poll 2024) আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আগামী মঙ্গলবারই ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছেন তিনি। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তাঁর একটার পর একটা রায় চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। সেই চাকরিপ্রার্থীরা বলছেন, যে দলে যান না কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন আমাদের পাশে থাকেন।


কী বলছেন চাকরিপ্রার্থীরা? 


স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায়, এতদিন একের পর এক নির্দেশ দিয়ে নানা নজির গড়েছেন তিনি। আর লোকসভা ভোটের মুখে, আচমকা অবসর নিয়ে কার্যত শোরগোল ফেলে দিলেন সেই ব্যক্তি। তাঁর এই সিদ্ধান্তে পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের কথায়, "এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। রাজ্যে এত দুর্নীতির বিষয় উনিই সামনে নিয়ে এসেছেন। আমরা আশা করব ওঁর দেখানো পথেই যেন রাজ্য সরকার এবং হাইকোর্ট আমাদের সুবিচার করেন। বঞ্চিত চাকরিপ্রার্থীরা যেন চুরি হয়ে যাওয়া চাকরি ফেরত পান। এটা আমরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছি। রাজ্য সরকারের মুখোশ খুলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা ওঁর কাছে কৃতজ্ঞ। পদত্যাগ করলেও আমাদের জন্য লড়বেন এই আশা করি।''


চাকরিপ্রার্থীদের উদ্দেশে কী বার্তা? 


নিয়োগ দুর্নীতি মামলায় লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তাতে আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা। সেই চাকরিপ্রার্থীদের উদ্দেশেও এদিন বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, "খুব বেশি কিছু বলার আমার নেই। কারণ বিচারপতি হিসেবে যে অসহায় মানুষগুলির জন্য, যে উপদেশ দিতে পারতাম, কাউকে সুপারিশ করতে পারতাম যেভাবে, এভাবে দাঁড়ানোর চেষ্টা করতাম। এটা একেবারেই ব্যতিক্রমী। ২৩-২৪ বছরের আইনজীবী জীবনে এরকম কোনও বিচারপতি দেখিনি, যাঁরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। বিচারপতি হওয়ার পর কোন এজলাসে কী হচ্ছে দেখতে পাই না। কিন্তু আমি দেখেছি, আমার দেশের মানুষ খুব অসহায়। আইনি বিষয়েও। তাই বোধ বুদ্ধি অনুযায়ী, ক্ষমতার মধ্যে থেকে বলেছি। সেটা তো আর সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আশা করব, আদালতের অন্য অনেক বিচারপতির থেকে এই সুবিধা পাবেন। আশা করা ছাড়া আর কী উপায় আছে?''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Justice Abhijit Ganguly Exclusive: তৃণমূলের জন্যই রাজনীতিতে পদার্পণ, দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের