সোমনাথ মিত্র, হুগলি: বিজেপি প্রার্থীর (BJP Candidate List) নাম ঘোষণা হতেই হুগলিতে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপি কর্মী সমর্থকরা (BJP Campaign For Locket Chatterjee)। রং, তুলি হাতে সিঙ্গুরের সিংহের ভেড়ি  শিবতলা এলাকায় দলীয় প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে দেওয়াল লেখা শুরু করেন সিঙ্গুর বিধানসভার বিজেপি নেতাকর্মীরা। সঙ্গে শুরু হল প্রচার। 


বিশদ...
দেওয়াল লিখনের পাশাপাশি দলীয় পতাকা নিয়ে সিংহের ভেড়ি এলাকায় প্রচারও করেন বিজেপি কর্মীরা। লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে 'গ্ৰাম চলো অভিযান লিফলেট' নিয়ে বাড়ি বাড়ি যান তাঁরা।বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা। পরে সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস বলেন, 'হুগলি লোকসভা কেন্দ্রে আমাদের পছন্দমতো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তাই সকাল থেকেই দেওয়াল লিখনের সঙ্গে প্রচারও চলছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে সিঙ্গুর বিধানসভা যে লিড দিয়েছিল, এবার তার থেকে বেশি লিড দেব। কারণ লোকসভা নির্বাচন মানে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন। দেশ কার হাতে  সুরক্ষিত থাকবে, এটি তার নির্বাচন।' 
প্রসঙ্গত, গত কাল, শনিবার কৃষ্ণনগরের জনসভা থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই পদ্মফুল ফোটানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এর আগে বঙ্গ বিজেপির সামনে ৩৫টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কালকের সভায় সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, '৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে'।  তাৎপর্যপূর্ণভাবে, গত কাল সন্ধেবেলাতেই লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি। দেখা যায়, প্রকাশিত তালিকার মধ্যে পশ্চিমবঙ্গের ২০টি আসনের তালিকাও রয়েছে। এঁদের মধ্যে ৩ জন তারকা রয়েছেন! ঘাটাল লোকসভায় যেমন প্রার্থী করা হয়েছে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে! আসানসোলে বিজেপির আরেক তারকা প্রার্থী, ভোজপুরী শিল্পী পবন সিং। কাঁথিতে আবার বিজেপির প্রার্থী শুভেনদু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। 


বাংলা থেকে প্রার্থীতালিকায় যাঁরা...


লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হলেন কারা ? দেখুন একনজরে 


 আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
কোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
মালদা দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদা উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মু
মুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা
বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকার
বিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি  
বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ
আসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহ
হাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী


 


তবে এঁদের মধ্যে, আজ, রবিবার, আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান বিজেপি প্রার্থী পবন সিংহ। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন তিনি। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ করে তৃণমূল।


আরও পড়ুন:এক টিকিটেই হাওড়া থেকে গোটা কলকাতা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা সামনে এল