ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: লেকটাউনে নিষিদ্ধ শব্দবাজি রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘুসি মেরে পুলিশ অফিসারের ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল লেকটাউনে কালীপুজোর বিসর্জন চলাকালীন এই ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে খবর, দেদার ফাটছিল নিষিদ্ধ শব্দবাজি। আটকাতে গেলে পুলিশ অফিসারের ওপর চড়াও হয় অভিযুক্তরা। মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ তোলা হবে আদালতে। 


অন্যদিকে, লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। মহিলার স্বামী প্রতিবাদ করায়, তাঁকে মারধর করা হয়। মহিলা বাঁচাতে গেলে তাঁর শ্লীলতাহানি করে মত্ত যুবকরা। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ জনকে হাতেনাতে ধরে ফেলে।                                                                                                       


আরও পড়ুন, 'শব্দবাজির তাণ্ডবে কেঁপে কেঁপে উঠছিলেন অসুস্থ মা', প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ছেলে


অন্যদিকে, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আজাদগড়ে নিজের পাড়াতেই আক্রান্ত হলেন প্রতিবাদী। স্থানীয় বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর আশি ঊর্ধ্ব কাকা শয্যাশায়ী। বাড়িতেই অক্সিজেন চলছে। খুড়তুতো ভাইও ক্যান্সার আক্রান্ত। অভিযোগ, কালীপুজো মিটে গেলেও গতকাল রাত ১০টা নাগাদ ফ্ল্যাটের নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। তারস্বরে বাজছিল সাউন্ড বক্স। প্রতিবাদ করায় সঞ্জয়কে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহা ও তার দলবলের বিরুদ্ধে গলফগ্রিন থানায় অভিযোগ জানান প্রতিবাদী। পাশাপাশি সাউথ সুবার্বান ডিভিশনের DC বিদিশা কলিতাকেও মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে