কলকাতা: রিষড়ায় (Rishra) বহিরাগতদের দিয়ে রামনবমীর (RamNavami) মিছিলে অশান্তির অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। ঝাড়খণ্ডে (Jharkhand) নম্বর প্লেটের বাইকের ছবি ট্যুইট করে অভিযোগ তৃণমূল (TMC) সাংসদের। ট্যুইটে তিনি বলেন, 'রিষড়ায় রামনবমীর মিছিলে ঝাড়খণ্ড থেকেও বহিরাগত দুষ্কৃতী এনেছিল বিজেপি। যারা সাধারণ মানুষের ক্ষতিসাধনে মদত দেয় তারাই দুষ্কৃতী'।



রিষড়ার অশান্তিতে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল? একই মুখের দুই জায়গায় উপস্থিতি হামলার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রশ্ন উস্কে দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক'। এদিন ছবি পোস্ট করে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির।                                                                                                                      


এদিকে, রিষড়াকাণ্ডে সুকান্ত মজুমদারের সফর ঘিরে ধুন্ধুমার। অভিযোগ, এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। কোন্নগরে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়। জিটি রোডে ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। 


আরও পড়ুন, 'হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি', রিষড়ার অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী


অন্যদিকে, রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির পর আজও থমথমে রিষড়া। দোকানপাট বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। রিষড়ার বিভিন্ন এলাকায় চলছে টহলদারি।শান্তি বজায় রাখতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। গতকাল রিষড়ার বাঙুর পার্ক থেকে রাম নবমীর মিছিল বের হয়। মিছিলে যোগ দেন দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতারা। মিছিল ওয়েলিংটন জুটমিলের কাছে পৌঁছতেই অশান্তি শুরু হয়। ইটবৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে চন্দননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় জারি হয় ১৪৪ ধারা। রিষড়াকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।