ঝিলম করঞ্জাই, কলকাতা: রেল দুর্ঘটনায় মৃত্যু কলকাতার প্রবীণ নাগরিকের। দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন ফুলবাগানের ৬২ বছরের শঙ্করমোহন। বরাবর রেলের কাজে নিযুক্ত ছিলেন। ৬২ বছর বয়সে অবসরের পর নিয়েছিলেন 'এক্সটেনশন' । সেটাই কি কাল হল ফুলবাগানের বাসিন্দার ?


ফুলবাগানের বাসিন্দা শঙ্করমোহন দাস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী ছিলেন। গতকালের দুর্ঘটনায় (Kanchenjunga Express Train Accident ) মৃত্যু হয় ৬২ বছরের রেল কর্মীর। অবসরের পর এক্সটেনশনে ছিলেন শঙ্করমোহন। তাঁর পরিবারের দাবি, দুর্ঘটনার পর পাশে দাঁড়ায়নি রেল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করেছে বলে মৃত রেল কর্মীর পরিবার দাবি করেছে। 


কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দায় কার? তা নিয়ে রাজনৈতিক তরজা এখন সপ্তমে। সোমবার রেলকে অভিভাবকহীন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা তাঁর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। এদিন সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। বিকেলে পৌঁছন মুখ্য়মন্ত্রী। একই বিমানে উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার এবং সস্ত্রীক রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। 


গতকাল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'রেলমন্ত্রকটাও আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য, সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল অভিভাবকহীন হয়ে পড়েছে। দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।'


আরও পড়ুন, মেয়ের জন্মদিনে আসতেই বসেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, কী হল বালিগঞ্জের বাসিন্দার ?


পাল্টা বিজেপি সাংসদ ও রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন,'আমাদের বিরোধীরা পলিটিক্স ছাড়া অন্য় কিছু জানে না। তারা এই দুঃখের সময়ে, বলতে খারাপ লাগছে, যেরকম শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে থাকে, সেরকম আমাদের বিরোধীদের নজরও সবসময় পলিটিক্সের দিকে আছে।'প্রতিটা রেল দুর্ঘটনার পর যে ছবি দেখা যায়, তার ব্য়তিক্রম হল না সোমবারও। সকালে দুর্ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছোন রেলমন্ত্রী।আর বিকেলে সেখানে যান মুখ্য়মন্ত্রী। সুকান্ত মজুমদার এবং রাজ্য়পাল আবার একই বিমানে রওনা দেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।