খড়গপুর : তৃণমূলে (TMC) প্রার্থী বিক্ষোভের মধ্যেই খড়গপুরে উলটপুরাণ। তৃণমূলের তালিকায় নাম থাকলেও, ভোটে লড়বেন না বলে জানিয়ে নেতৃত্বকে চিঠি দিলেন দুই প্রার্থী ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি ঘোষ ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী যিশু নায়েক।


আলোচনা না করেই প্রার্থী তালিকায় নাম, সেই কারণেই ভোটে না লড়ার সিদ্ধান্ত, চিঠিতে দাবি করেছেন দুই প্রার্থী। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, ওই ২ জন তৃণমূলের সঙ্গে যুক্ত নন, কীভাবে তাঁরা প্রার্থী হলেন তা স্পষ্ট নয়। এর পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে শাসকদল। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের খোঁচা, খড়গপুর পুরসভা দুর্নীতিগ্রস্ত, সেই কারণে কেউ প্রার্থী হতে চাইছে না !

আরও পড়ুন : 


তৃণমূলের প্রার্থীতালিকায় দুই বিধায়ক, এক পরিবারের একাধিক সদস্য! কটাক্ষ বিরোধীদের


এর আগে শনিবার, তালিকা প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই খড়গপুরে ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বদল নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল প্রার্থী-সহ কর্মী, সমর্থকরা। গাড়ি ভাঙচুর হয়।  ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধেয়। তৃণমূলের তরফে খড়গপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে শৈলেন্দ্র সিংয়ের নাম ঘোষণা করা হয়। তাঁর অভিযোগ, রাতে প্রার্থী বদলের কথা জানতে পারেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতার অনুগামীরা। ইন্দা মোড়ে শুরু হয় বিক্ষোভ, অবরোধ। 

তাছাড়া পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore ) চন্দ্রকোণা পুরসভাতেও তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ছড়ায়। ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী গোবিন্দ দাসকে মানতে নারাজ সেখানকার তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটে নিষ্ক্রিয় থেকে গোপনে বিজেপির হয়ে প্রচার করেন ওই তৃণমূল প্রার্থী। 


এই নিয়ে পুরভোটের প্রার্থী নিয়ে বিক্ষোভ ছড়ায় ১৯ জেলায়। মহেশতলায় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ হঠাতে। বর্ধমানে নামে  র‍্যাফ। বাঁকুড়ায় জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল সমর্থকরা।