অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কটাক্ষের পাল্টা সমালোচনা। তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার (KMC) বাজেট (KMC Budget) আলোচনায়। বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল কাউন্সিলরদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেছে। দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। ওরা উন্নয়ন দেখতে পায় না। কটাক্ষ মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের (Mitali Banerjee)।


কলকাতা পুরসভার (KMC) বাজেট আলোচনা ঘিরে তুমুল হইহট্টগোল। শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে, মাঝেমধ্যেই বাধার মুখে পড়েন শাসক-বিরোধী দুই পক্ষের কাউন্সিলররাই। 


আরও পড়ুন: ক্যাম্পাসে ঢুকল পুলিশ, দফতর থেকে বেরোলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার


বুধবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বাজেট পেশ হয়েছে। আর এদিন সেই বাজেট সংক্রান্ত আলোচনায় স্বচ্ছভারত, আচ্ছে দিনের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ করেন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়। তখনই তীব্র প্রতিবাদ জানান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। 


বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত বলতে উঠলে, আবার হইহট্টগোল শুরু হয়ে যায় তৃণমূলের তরফ থেকে। 


কলকাতা পুরসভা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওরা উন্নয়ন দেখতে পারে না। পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্য থেকে ফিরে আসছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ই মা ক্যান্টিন করে ৫ টাকায় খাবারের ব্যবস্থা করেছিলেন। শুধু আচ্ছেদিন আয়েগার নামে মানুষকে বিতারিত করে দেয়। আমি তাই বলেছি বন্যেরা বনেই সুন্দর।


কলকাতা পুরসভার  ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, খুব আশা নিয়ে এসেছিলাম, যে একটা ঐতিহাসিক জায়গায় বাজেট বক্তৃতায় অংশ নেব। কিন্তু সারাদিন শুধু স্তাবকতা। উন্নয়ন নিয়ে কেউ বলেনি, ১০ মিনিট কথা বললে, ৫-৬ বার মমতার নাম নেওয়া ছাড়া। এটা তো ভোট নয়।


ইতিমধ্যেই বাংলার রাজনীতিতে জায়গা করে নিয়েছে, পুষ্পা সিনেমার জনপ্রিয় ডায়লগ। অনুব্রত মণ্ডলের পর এবার যা শোনা গেল, কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাও আবার বাজেট আলোচনায়।