সঞ্চয়ন মিত্র, কলকাতা : কর্পোরেট চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এবারই প্রথমবার নেমেছিলেন ভোটের ময়দানে। আর যে পরীক্ষায় সফল হলেন সৌরভ বসু। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৮৮৩ ভোটে জিতেছেন সৌরভ বসু। বিজেপির (BJP) হাত থেকে কলকাতা পুরসভার (Kolkata Municipality) যে ওয়ার্ড ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (TMC)। মাঝে যে ওয়ার্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ। 


ভোটযুদ্ধে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে ৮৬ নম্বর ওয়ার্ডে 'পাড়ার ছেলে বাপ্পা'-র পক্ষে প্রচার চালানো হয়েছিল। ভোটে জিতে সৌরভ বসু বলেছেন, 'সত্যিই খুব আনন্দ হচ্ছে। এই জয় আমি ৮৬ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাকে উৎসর্গ করতে চাই।' পাশাপাশি ভোটযুদ্ধে তাঁর সঙ্গেই থাকা দেবাশিস কুমারকে 'অভিভাবক'-এর  মতো সর্বদা পাশে পেয়েছেন বলেও জানালেন তিনি।


গত পুরভোটে ৮৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন বিজেপির তিস্তা বিশ্বাস। কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। এবারে অবশ্য তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ভোটে না দাঁড় করানোর তিনি দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে এসেছিল সামনে। সেটা কি ভোটের ফলাফলে কোনওভাবে সাহায্য করেছে? জানতে চাইলে সৌরভ বসুর সাফ উত্তর, 'দুই পক্ষের ভোট মেলালেও তো তার থেকে বেশি ভোট পেয়েছি। তাই বিপক্ষ দলের দ্বন্দ্ব কোনওভাবে সাহায্য করেছে এমনটা বলা চলে না।'


আরও পড়ুন- রেকর্ড অক্ষত রেখে ষষ্ঠবার জয়, কলকাতার সাধারণ মানুষের জয় বললেন মালা রায়


একঝলকে দেখে নিন কলকাতা পুরভোটে কোন ওয়ার্ডে কারা জিতলেন,



  • ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার

  • ৯৬ ওয়ার্ডে জিতলেন বসুন্ধরা গোস্বামী

  • ১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ

  • ১০৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের লিপিকা মান্না

  • ১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত

  • ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়

  • ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক

  • ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ

  • ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ

  • ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার

  • ৪২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা

  • ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী 

  • ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়

  • ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম

  • ১১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা সিংহ

  • ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ



  • ২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনাদেবী পুরোহিত

  • ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ

  • ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা

  • ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি

  • ১৪৫ নম্বপ ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

  • ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ