হিন্দোল দে, কলকাতা: শহরের বুকে ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা (Road Accident)। মিনিডোরের সঙ্গে সংঘর্ষ অটোর। তাতে অটোচালক-সহ চার জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। মিনিডোরের চাকা ফেটেই দুর্ঘটনা ঘটে বলে খতিয়ে দেখা হচ্ছে।


শুক্রবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ কলকাতার (Kolkata News) সন্তোষপুরে (Santoshpur Accident) সুকান্ত সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। যাদপুর থেকে অজয়নগরের দিকে যাচ্ছিল অটোটি। তিন জন যাত্রী ছিলেন অটোর মধ্যে। সুকান্ত সেতু থেকে নামার মুখে উল্টোদিক থেকে ছুটে আসা, সন্তোষপুর থেকে যাদবপুরমুখী একটি মিনিডোরটির সঙ্গে ধাক্কা লাগে অটোটির।


মিনিডোরটির একটি চাকা ফেটে গিয়েছে। তা থেকে অনুমান করা হচ্ছে যে, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে মিনিডোরটি। তাতেই সেতুতে ওঠার মুখে নিয়ন্ত্রণ ধরে রাখতচে না পেরে সোজা অটোটিকে ধাক্কা মারে।


আরও পড়ুন: State Human Rights Commission: চেয়ারম্যান ও সদস্য না থাকায় বন্ধ রাজ্য মানবাধিকার কমিশনের কাজ, কটাক্ষ বিরোধীদের


এই দুর্ঘটনায় অটোর চালক-সহ মোট চার জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় যাদবপুরের কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে সকলকে। মিনিডোরের ধাক্কায় অটোটি পুরো দুমড়ে-মুড়ে গিয়েছে। একটি অংশ তুবড়ে ভিতরে ঢুকে গিয়েছে। তার মধ্যে হাতা-খুন্তি পড়ে থাকতে দেখা গিয়েছে। তাই যাত্রীর মধ্যে রান্নার কাজ করতে যাওয়ার কেউ ছিলেন বলে মনে করা হচ্ছে।বিষয়টি খতিয়ে দেখছে সার্ভে পার্ক এবং সন্তোষপুর ট্রাফিক গার্ড পুলিশ।


সাত সকালে এমন দুর্ঘটনায় কার্যতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ইদানীং কালে শহরে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। কয়েক দিন আগেই সায়েন্স সিটির কাছে, ইএম বাইপাসের উপর অম্বেডকর সেতুতে ডাম্পারে ধাক্কা মারে একটি ভ্যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যানের চালক। তিলজলা তানার পুলিশ তাঁকে আহক অবস্থায় উদ্ধার করে।