ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগোর 6E5227 বিমানটিকে ইতিমধ্যেই বিমানটিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন, পহেলগাঁও হামলায় যোগ্য জবাব পাকিস্তানকে, 'অপারেশন সিঁদুর'-র সাফল্যে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা !
ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। এদিন দুপুরবেলায় কলকাতা বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার,একটি ইন্ডিগোর ফ্লাইট, সেখানে বোমাতঙ্কের খবর আসে। মূলত, কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় আগেই, খবর আসে মুম্বইগামী ইন্ডিগোর 6E5227 বিমানটিতে, বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। মুম্বইগামী এই যাত্রীবাহি বিমানে মোট ১৯৪ জন যাত্রী ছিলেন। কলকাতা বিমানবন্দরে পুরোপুরিভাবে এমারজেন্সি ডিক্লায়ার করে দেওয়া হয়। এরপরেই দ্রুত কলকাতা বিমানবন্দরের আইসোলেশন বে-তে ওই বিমানটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বম্ব স্কোয়াডের কর্মীরা, গোটা বিমানজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি CISF এবং ফায়ার বিগ্রেডকেও মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর কৃর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর ওই বিমানটিকে আইসোলেশনে রাখা হলেও, বাকি সকল বিমানই স্বাভাবিকভাবে যাতায়াত করছে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের উত্তেজনা চলার কারণে দেশজুড়ে বিমানবন্দরগুলিতে নেওয়া হয়েছিল একাধিক নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ। ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রক। তবে গতকাল সংঘর্ষ বিরতির পরেই পুনরায় খুলে যায় দেশের ৩২ টি এয়ারপোর্ট। ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে, অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, কিষেণগড়, পটীয়ালা, সিমলা, জোধপুর, বিকানের, জম্মু, পাঠানকোট-সহ ৩২ টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। তবে শনিবার যুব্ধ বিরতি ঘোষণার পর, দেশের অধিকাংশ বিমানবন্দরগুলিতে অপারেশন স্বাভাবিক রয়েছে। এহেন অবস্থায় শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর-সহ ৩২ টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে Corporate Comminications Directorate। পাশাপাশি জানানো হয়েছে, যাত্রীরা যেনও এয়ারলাইন্সের ওয়েবসাইটে তাঁদের নির্দিষ্ট বিমান সংস্থার যাবতীয় আপডেট দেখে নেয়।
অপরদিকে, ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অপারেশন স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরে। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য, উড়ানের ওঠা নামায় প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL). ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি এয়ারপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনও বাধা নেই। উড়ান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু উড়ানের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।এবং পাশাপাশি চেক ইন লাগেজ এর নিয়ম মেনে চলতে বলা হয়েছে।