সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ঠাট্টাতামাশা থেকে হাতাহাতি। আর সেই হাতাহাতি থেকে রিকশচালককে খুনের (Rikshaw Puller Death) অভিযোগ উঠল আরেক রিকশচালকে বিরুদ্ধে। বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকার ঘটনা। অভিযুক্ত রিকশচালককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। 


ঠাট্টাতামাশা বদলে গেল মৃত্যুতে ! শহরের বুকে অস্বাভাবিক মৃত্যু হল এক রিকশচালকের। খুনের অভিযোগ উঠল আরেক রিকশচালকের বিরুদ্ধে। মৃতের নাম, প্রণয় সাঁপুই ওরফে বাপি (৪২)। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে রিকশ চালক প্রণয় সাঁপুই ও রবি হালদারের মধ্যে ঠাট্টাতামাশা হচ্ছিল। তাকে কেন্দ্র করেই বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্য়েই শুরু হয় হাতাহাতি। 


হাতাহাতির মধ্যে প্রণয়কে সজোরে ধাক্কা মারেন রবি। পিছনদিকে মাটিতে পড়ে যান প্রণয়। আঘাত লাগে মাথায়। শুরু হয় তীব্র রক্তক্ষরণ। তড়িঘড়ি প্রণয়কে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, কাজের সূত্রে বাঘাযতীতে ভাড়া থাকতেন প্রণয়। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ির ঠিকানা খোঁজ করে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরিজনদের।


কয়েকদিন আগেই ভরদুপুরে প্রকাশ্যের পিটিয়ে খুনের ঘটনা ঘটেছিল কলকাতায়। সামনে আসে ভয়ানক সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছে আরেকজন। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানের কর্মী। নিহত ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি চড়াও হয় তাঁর উপরে। শুরু হয় মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহৃত ওই ব্যক্তিকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোকানে চড়াও হয় উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ব্যক্তিকে সামনে আনার দাবি জনতার। 


                                                         


আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial