কলকাতা: বুধবারের মতো বৃহস্পতিবারও ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By-poll) প্রিয়ঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারে উত্তেজনা। এদিন সকালে ভবানীপুরের রয় স্ট্রিটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বিজেপি প্রার্থী। সাদা পোশাকে পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে ঘোরায় প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। বেশি লোক নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগে গতকালই তাঁর ব্যাখ্যা তলব করে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলতেই পুলিশ কর্মীরা সাদা পোশাকে ঘুরছেন!
পাশাপাশি, ভবানীপুর থানার কাছে তিনি কোনও নিরাপত্তা চাননি বলেও দাবি করেন বিজেপি প্রার্থী (BJP)। তাঁর অভিযোগ, প্রচারে বেরিয়ে কোথায় যাচ্ছেন, কোন্ ভোটার তাঁর সঙ্গে কথা বলছে, তার ওপর নজরদারি চালাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়, প্রার্থীর নিরাপত্তা দেখা তাঁদের কাজ। ভিড়ের কথা বলে নজরকাড়ার চেষ্টা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন :
ভবানীপুরে উপনির্বাচনের আগে পুলিশি তৎপরতা তুঙ্গে, রাতভর চলল নাকা চেকিং
বুধবারই মনোনয়ন জমার দিন বিধিভঙ্গের অভিযোগে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল। ভবানীপুরের বিজেপি (BJP) প্রার্থীর ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। এভাবে তৃণমূল প্রচার বন্ধের ছক কষছে বলে অভিযোগ প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে ধুনুচি নাচ, মনোনয়ন পেশের আগে বাইক, গাড়ি নিয়ে মিছিল করার অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের জবাব চায় নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীকে পাঠানো চিঠিতে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার জানতে চান, কেন তাঁর প্রচার বন্ধ করা হবে না, তার ব্যাখ্যা দিতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে, মঙ্গলবার কমিশনে নালিশ জানায় বিজেপি। যদিও ভবানীপুরের বিজেপি প্রার্থীর দাবি, নিয়ম মেনে মনোনয়ন জমা দেন। তাঁর প্রচার বন্ধের জন্য তৃণমূল এধরনের অভিযোগ করছে বলে দাবি, প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।