প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচার কাণ্ডে তৎপর বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। কয়েক জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই। আতসকাচের নীচে রয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এদিকে এবার বিএসএফের ইস্টার্ন কম্যান্ডোতে (BSF eastern command) আনা হচ্ছে মহিলাদের।
গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ধরা পড়েছে একের পর এক রাঘববোয়াল। তার মধ্যে আছেন বিএসএফ কম্যান্ডান্ট মর্যাদার আধিকারিকেরাও। সতীশ কুমারের গ্রেফতারির পরপরই কয়েকজনকে অফিসারকে বরখাস্ত করা হয়। সেই পথে হেঁটে গরু পাচারে অভিযুক্ত কর্মী, আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর বেশ কয়েকজন আছেন আতসকাচের তলায়।
বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়াকে গরু পাচারে একাধিক কর্তাদের নাম জড়িয়ে থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা জানি। বেশ কয়েকজনের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রসিডিং করছি। বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছি। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।'
সম্প্রতি বিএসএফের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগও ওঠে। অভিযোগ সীমান্তবর্তী কয়েকটি জায়গায় তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতে সীমান্ত রক্ষী বাহিনীতে আরও বেশি সংখ্যক মহিলাদের আনা হচ্ছে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া বলেন, 'আমরা এবার অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডে মহিলাদের আনছি। বিভিন্ন চৌকিতে থাকবেন মহিলারা। তাঁরা পেট্রোলিংয়ে থাকবেন।'
বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য চাপানউতোর চলছে এখনও। সেই বিতর্ককে আপাতত দূরে সরিয়ে রেখে সীমান্ত সুরক্ষা ও গরু পাচার রুখতে তৎপর সীমান্ত রক্ষী বাহিনী।