ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : অটোর লাইনে দাঁড়ানো মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকায়। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ।


রাতের শহরে দুষ্কৃতীরাজ


ফের রাতের শহরে বেপরোয়া দুষ্কৃতীরাজ। অটোর লাইনে মহিলাদের কটূক্তি ও গালিগালাজের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় যুবককে মেরে রক্তাক্ত করল মত্ত যুবকদের দল! শনিবার রাতে এই ঘটনা ঘটেছে যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগানইস্টবেঙ্গলের ডার্বির পর। সেদিন রাতে খেলা দেখে বেরিয়ে বাড়ি ফিরবেন বলে বেলেঘাটার বিল্ডিং মোড়ে বেলেঘাটা-শিয়ালদা অটোর লাইনে দাঁড়িয়েছিলেন অনির্বাণ দাস। 


মহিলাদেরও কটূক্তি ও গালিগালাজের অভিযোগ


অনির্বাণের দাবি, বেলেঘাটায় অটোর লাইনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় সেখানে আসে কয়েকজন মত্ত যুবক। অনিবার্ণের অভিযোগ, অটোর লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের গালিগালাজ শুরু করে সেই যুবকরা। অভিযোগ, মহিলাদেরও কটূক্তি ও গালিগালাজ করা হয়। অনির্বাণের দাবি, প্রতিবাদ করতেই মত্ত যুবকরা তাঁর ওপর চড়াও হয়!


আহত অনির্বাণের প্রাথমিক চিকিত্‍সা হয় স্থানীয় এক নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্ত অনিকেত কাড়া ও রানা সমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে।


কয়েকদিন আগেই দশমীর রাতে নৃশংসা ঘটনা ঘটেছিল নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ায় (Nakashipara News)। পাড়ার পুজো-প্যান্ডেলের মাইক সাময়িক বন্ধ করা নিয়ে ঝামেলা হয়। তাতে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। মাইক বন্ধ করে তিনি মোবাইল ফোন খুঁজছিলেন, সেই সময়ই ঝামেলা বাধে, তাঁকে কয়েক জন মিলে বেধড়ক মারধর করেন এবং শেষে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের (Death)। 


প্রায় একই সময়ে রায়গঞ্জ (Raiganj) শহরে দুষ্কৃতী তাণ্ডব ঘটেছিল। অভিযোগ, বাইক চালিয়ে ক্লাবের মণ্ডপে (Durga Puja 2022) ঢুকে যায় একাধিক দুষ্কৃতী। বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ ক্লাবের সদস্যদের। দুষ্কৃতীরা বাইক চালিয়ে ক্লাবের মধ্যে ঢুকে যাওয়ায় ক্লাব সদস্যরা প্রতিবাদ করে। এরপরই ক্লাব সদস্যদের মারধর করার অভিযোগ উঠল ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাবে। আগ্নেয়াস্ত্রের আঘাতে মাথায় চোট পান অনুশীলনী ক্লাবের সদস্য সুজন পাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।


আরও পড়ুন- বিজেপিরই পাশে মতুয়ারা? 'রাজ্য নেতৃত্ব বলবে', শান্তনু মন্তব্যে অস্বস্তি