রঞ্জিত সাউ ও প্রকাশ সিন্হা, কলকাতা: করোনার সংক্রমণ ঠেকাতে সল্টলেকে পুলিশি তত্পরতা। চলল ব্যাপক ধরপাকড়। বাজারে গিয়ে, রাস্তায় দাঁড়িয়ে, বাসে উঠে বিনা মাস্কে থাকা কয়েকজনকে আটকও করে পুলিশ। পাশাপাশি, চলে মাইকে প্রচার।


রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যু ও সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। এরপরও ফিরছে না হুঁশ। হুঁশিয়ারি অগ্রাহ্য করে বিনা মাস্কে চলছে ঘোরাফেরা। সোমবার সল্টলেকে ধরা পড়ল কোভিড বিধিভঙ্গের ছবি। দ্রুত তত্পর হয় পুলিশ। বিধাননগর উত্তর ও দক্ষিণ থানার তরফে চলে অভিযান। 


সল্টলেক করুণাময়ী মোড়, AE মার্কেট, IA মার্কেটে হানা দেয় পুলিশ। ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হয়। বিনা মাস্কে থাকায়, রাস্তায় বাইক থামিয়ে একজনকে পাকড়াও করা হয়। কেউ হাতজোড় করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কেউ বা বিনা প্রতিবাদেই উঠে বসেন পুলিশের গাড়িতে। এরপর চলন্ত বাস থামিয়ে উঠে পড়ে পুলিশ। বিনা মাস্কে থাকা যাত্রীদের নামিয়ে এনে আটক করা হয়। পাশাপাশি, সল্টলেকের বিভিন্ন এলাকায় এদিন মাইকে প্রচার করে পুলিশ। কোভিড বিধিভঙ্গের অভিযোগে বিধাননগর উত্তর ও দক্ষিণ থানা এলাকা থেকে ২২ জনকে আটক করা হয়। 


এদিকে, কলকাতার (Kolkata) করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভা (Kolkata Municipal Corporation)। বিভিন্ন বরোতে বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সংক্রমণে রাশ টানতে কীভাবে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা যায়, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্তাদের উপস্থিতিতে তার পথ খোঁজা হবে ওই বৈঠকে। 


নতুন বছরের শুরু থেকেই সবাইকে নাস্তানাবুদ করে ছাড়ছে করোনার তৃতীয় ঢেউ। ডেল্টা আর ওমিক্রন, জোড়া ভাইরাসের তাণ্ডবে জেরবার অবস্থা। তবে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা আগ্রাসনের তীব্রতা কমছে। তবে এখনই তাতে নিশ্চিন্ত হতে রাজি নয় কলকাতা পুরসভা। কারণ, দৈনিক সংক্রমণের হার নীচের দিকে থাকলেও, পুরপ্রশাসনের মাথাব্যথা বাড়াচ্ছে সরকারি রেকর্ডের বাইরে থেকে যাওয়া সংক্রমণ স্রোতের ফল্গুধারা। 


আরও পড়ুনঃ কিছুটা স্বস্তি সংক্রমণে, রাজ্যে করোনায় মৃত্যু-পজিটিভিটি রেটে সঙ্গী উদ্বেগ